আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেই সাথে আমি আরো দোয়া করি। আপনাদের বাবা-মা ও ছোট ভাই বোন যেন সুস্থ রাখে আল্লাহ তায়ালা। আপনারা যেন আপনাদের বাবা মার খেয়াল রাখতে পারেন। আমি আল্লাহতালার কাছে দুহাত ধরে মোনাজাত করি। আপনাদের যেন সুস্থ রাখে এবং কি আপনাদের পরিবারের সকল যেন সুস্থ ও শান্তিতে রাখে আল্লাহ্ তাআলা।
কালকে রাত্রে হঠাৎ করে আমাদের জেনারেটর বন্ধ হয়ে যায়। তারপরে আমরা জেনারেটরের কাছে গিয়ে দেখি যে জেনারেটর ডিজেল শেষ হয়ে গেছে। তখন বাজে রাতের একটা। তারপরের যে ডিজেল নিয়ে আসে তাকে আমরা কল দিচ্ছি। সে আমাদের কোলে উঠাচ্ছে না মনে হয় সে ঘুমায় ছিল। আধা ঘন্টা পরে আমাদের কলটা উঠালো।
আমরা বললাম ভাই আমাদের জেনারেটরের ডিজেল শেষ হয়ে গেছে জলদি করে আসেন এই জায়গায়। ও বলল আপনারা যদি আমাকে সন্ধ্যা বেলা কল করতেন তাহলে আমি নিয়ে চলে আসতাম ডিজেল। আমি জানি আজকে আপনাদের ডিজেল শেষ হয়ে যাবে আমি সন্ধ্যাবেলা এজন্য গাড়িতে ডিজেল পড়ে নিয়ে আসে আমার রুমের সামনে রাখছি। তখন আমরা বললাম তাইলে ভাই একটু কষ্ট করে জলদি চলে আসেন।
সে বলল এই জায়গায় আসতে আমার আধা ঘন্টা লাগবে। আমরা বললাম আচ্ছা ঠিক আছে আসুন। সে আমাদের এ জায়গায় আসতে পাকা 40 মিনিট লাগলো। আমাদের এক টাংকিতে ডিজেল ধরে ১০ হাজার লিটার। সে আমাদের জন্য ডিজেল নিয়ে আসছে ৮ হাজার লিটার। আমরা বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আগে এইটাই ডেলি দি।
তারপরে আমরা ডিজেল ঢালতে লাগলাম টাংকির ভিতরে পাইপ দিয়ে। যখন পাঁচ হাজার লিটার পর্যন্ত গেছে তখন রাতে তিনটা ২৫ বাজে। এদিক দিয়ে আমার অনেক ঘুম আসছিল। চাইলেও আমি ঘুম যেতে পারবো না কিন্তু কেননা আরো তিন হাজার লিটার বাকি আছে। সকাল ৪ টা বেজে গেছে ডিজেল টাংকির ভিতরে ঢুকানো শেষ হতে আমাদের। তারপরে রুমে এসে আমরা কিছুক্ষণ শুয়ে পড়লাম।
অবশেষে এটাই বলতে চাই। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।