আবুল হোসেন মিয়া ( ১৯২০-২০০০খ্রি:)
আবুল হোসেন মিঞা মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ শিশু একাডেমী থেকে একটুখানি শিরোনামে তার একটি কবিতার বই প্রকাশিত হয়। একটুখানি কবিতার উল্লেখযোগ্য চরণ
একটুখানি স্নেহের কথা, একটু ভালোবাসা
ঘুরতে পারে এই দুনিয়ায় শান্তি সুখের বাসা।
একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে,
ভুল করেছেন যারা সবাই ভুক্তভোগী বটে।
সুকান্ত ভট্টাচার্য ( ১৯২৬- ১৯৪৭ খ্রি:)
সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তিনি ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী প্রভৃতি চেতনার অধিকারী তরুণ কবি। সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। অনাচার ও বৈষম্যের প্রতিবাদ তার কবিতার অন্যতম প্রধান বিষয়বস্তু। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে তিনি অকাল মৃত্যুবরণ করেন।
ধন্যবাদ সকলকে বাংলা সাহিত্যে যাদের অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে সেই ব্যক্তি সম্পর্কে লেখা আমার এই লেখাটি পরিদর্শন করার জন্য।