সোনারগাঁও ও লালবাগ কেল্লা

in ctime •  3 years ago 

সোনারগাঁও

সোনারগাঁও লালবাগ কেল্লা 17 শতকের ঐতিহাসিক নিদর্শন। সোনারগাঁও ঢাকা দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে অবস্থিত। সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানের রাজধানী ছিল। এখনো সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে যার একটি গিয়াসউদ্দিন আজম শাহের মাজার। ১৬১০ সালে এক যুদ্ধে ঈশা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁও এর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়। উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানাম নগর গড়ে ওঠে। সোনারগাঁও এর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে এখানে কয়েকটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। লোকশিল্প জাদুঘর টি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র।

লালবাগ কেল্লা
ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ১৬৭৮ সালের লালবাগ কেল্লা নির্মাণ করা হয়। আরঙ্গজেব এর পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গতির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। দূর্গটি সম্পূর্ণরূপে তৈরি। দুর্গের মাঝখানে খোলা জায়গায় মোগল শাসন তাঁবু টানিয়ে বসবাস করতেন। দুর্গেশ দক্ষিণের গোপন প্রবেশপথ এবং তিনটি গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। এবং বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যেটা দেখার জন্য শীতের সময় দেশি-বিদেশি অনেক পর্যটক সমাগম দেখা যায় এই স্থানটিতে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!