Steve Jobs এর একজন বন্ধু বলেন যে Steve যখন 17 বছরের ছিল তখন থেকেই সে বলতো যে সে একদিন কোটিপতি হবে।
কেউ ভুল করলে তাকে মাফ করে দাও আর কেউ ধোকা দিলে তাকে মন থেকে মুছে দাও। আজকাল কেউ কারো না লোক তোমাকে তখন মনে করে যখন তাদের টাইম পাস হয় না। সফল লোকেরা সূচক এর উপরে প্রকাশ করে আরো সফল মানুষেরা মুশকিলের উপর ফোকাস করে। জীবনের আনন্দ নিজের পরিচয় বা নিয়ে বেঁচে থাকার মধ্যে যতটা আছে সেটা অন্যের ছায়া হয়ে বাঁচার মধ্যে নেই। সময় আর ধৈর্য এই দুটো এমন একটি জিনিস যার দমে মানুষ মুশকিল থেকে মুশকিল লক্ষ্য অর্জন করে নেয়। নিজেকে বদলানোর একটি কঠিন কাজ কিন্তু সেটা করা খুবই প্রয়োজন।
কেননা যে মানুষ নিজের মত নিজেকে বদলে নেয় সে দুনিয়াতে সফল হয়ে যায়। যে গতির সাথে তুমি আজ দৌড়াচ্ছ সেটাই কাল তোমাকে সফলতা দেবে ঠেলে দাও নিজেকে এই আগুনে কাল এটাই তোমাকে হীরা বানাবে। মুশকিল কে দেখে ভয় পাওয়া তার সামনে মাথা নিচু করে না কোনদিন শিখেছি, আর না কোনদিন শিখব, আমি যেমনি হই না তুমি আমাকে হারাতে পারবে না আমি কোনদিন হার মানবো না। প্রতিবার নিজের কথা গুলোকেই শুনি সেজন্য এখনো পর্যন্ত মজবুত হয়ে আছি যদি অন্যদের কথা শোনা শুরু করতাম, তাহলে এতদিন ভেঙে টুকরো হয়ে যেতাম। এই দুনিয়াতে ৮০% মানুষ এমন আছে যারা কোন একটা কাজ করা শুরু করে দেয়, কিন্তু সামান্য কিছু সামান্য সমস্যা আসলেই সেটা করা বন্ধ করে দেয়।
তুমি লড়াই করে যাও যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাচ্ছো। স্বপ্ন বড় বড় দেখো কাজ বড় বড় করো পরিচয় একদিন এমনিতেই বড় হয়ে যাবে। যেখানে সফল হওয়ার জেদ আছে সেখানে অসফলতা কিভাবে থাকে। যত সময় মানুষ নিজের কাছে নিজে হেরে যায় না, ততসময় কেউ তাকে হারাতে পারে না, ওঠো আর আরও একটা নতুন শুরু করো। এখন খারাপ সময় চলছে কিন্তু হিম্মত হেরে যেওনা, লাগাতার চেষ্টা করতে থাকো কারন ভালো সময় প্রত্যেকেরই আসে।
লক্ষ্য বেশি দূরে নেই শুধু গতি আরো একটু বাড়াতে হবে, আজ প্রচুর পরিশ্রম একটু বেশি করতে হচ্ছে কিন্তু কাল তার মূল্য অবশ্যই পাবে। মুশকিল সে তার কাজ করবে, তুমি তোমার কাজ করো, সে বারবার তোমার সামনে আসবে, কিন্তু প্রতিবার, তুমি তাকে পাশ কাটিয়ে এড়িয়ে চলো। আজ রাস্তা খুঁজে বার করেছি, কাল গন্তব্যে পৌঁছে যাব প্রতিবারের এই প্রচেষ্টা একদিন আমাকে অবশ্যই সফল বানাবে। একাই লড়তে হয় জীবনের এই লড়াইয়ে লোকেরা উপদেশ দিতে আসে সাহায্য করতে না। জীবন পেয়েছো তো কিছু করে দেখাও যদি সময় খারাপ থাকে তো সেটাকে বদলে দেখাও। যদি তুমি বিশ্বাস করো যে তুমি এটা করতে পারবে তাহলে সেখানে সেই কাজটি তো তুমি অপরচুনিটিস দেখতে পাবে। কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে তোমাকে দিয়ে এটা হবে না, বা এই কাজটা করা সম্ভব না, তাহলে সেই গাছটিতে তুমি প্রচুর পরিমাণ অপস্টিক্যাল দেখতে পাবে।
ধন্যবাদ জানাই আমি তাদেরকে যাদের কাছে সাহায্য চেয়ে আমি পাইনি, কারণ তাদের জন্যই সে কাজগুলো আমি একা একা করা শিখেছি। যদি তোমার সামনের ব্যক্তিটি যথেষ্ট শক্তিশালী হয় তোমাকে ফেলে দিতে তাহলে বুঝিয়ে দাও থাকে তুমি যথেষ্ট স্ট্রং বারবার উঠে দাঁড়াতে। নিজেকে পরিবর্তন করার গোপনীয়তা হলো, প্রত্যেকটি অভ্যাসগুলোকে দেখো খারাপ অভ্যাসগুলো সাথে লড়তে যেও না তবে রোজ এক একটি ভালো অভ্যাস গড়ে তোলো।
A friend of Steve Jobs said that since Steve was 17 years old, he had said that he would one day become a millionaire.
If someone makes a mistake, forgive him and if someone cheats, erase him from his mind. Nowadays some people think of you when their time does not pass. Successful people are in control of almost every single situation. As much as the joy of life is in living with one's own identity or living in the shadow of others. Time and patience are two of the things that make people achieve the most difficult goals. Changing yourself is a difficult task but it needs to be done.
Because the person who changes himself like himself becomes successful in the world. The speed with which you are running today will give you success tomorrow. Push yourself into this fire tomorrow will make you a diamond. I have never learned to bow my head in front of someone who is afraid of seeing the difficult, nor will I ever learn, you will not be able to defeat me as I am, I will never give up. Every time I listen to my own words, I am still strong. If I had started listening to the words of others, I would have been broken into pieces for so long. There are 80% of people in this world who start doing something, but some little problem actually stops doing it.
You keep fighting until you reach your goal. Dream big, work big, make the identity big one day. Where there is a determination to succeed, there is a failure. As long as people don't lose to themselves, no one can lose to them, get up and start anew. Bad times are happening now but don't lose heart, keep trying because good times come to everyone.
The goal is not far away, just need to increase the speed a little more, today a lot of work has to be done a little more but tomorrow will definitely get its value. Hardly he will do his job, you do your job, he will come in front of you again and again, but every time, you bypass him and avoid him. I have found the road today, I will reach my destination tomorrow. Every effort will surely make me successful one day. Fighting alone is not the only way to help people in this fight for life. If you have got life, show it by doing something. If the time is bad, show it by changing it. If you believe that you can do it, then you will see the opportunity there. But if you believe that this will not happen to you, or that this work cannot be done, then you will see a lot of optical in that tree.
Thanks to those I didn't get help from, because I learned to do things for them alone. If the person in front of you is strong enough to drop you, then you have to stand up strong enough again and again. The secret of changing yourself is to look at each habit, not to fight the bad ones, but to develop a good one every day.