নারী অধিকার লংঘন
আমাদের সমাজে নারীরা বা মেয়েরা তাদের অধিকার থেকে কিভাবে বঞ্চিত হচ্ছে চলুন জেনে নেই:-
✓মেয়েরা ছেলেদের মত শিক্ষায় সমান সুযোগ পায় না কারণ তারা মেয়ে।
✓চাকরির ক্ষেত্র মেয়েরা পিছিয়ে থাকে কারণ মেয়ে বলে তাদের শিক্ষার কোন অধিকার নেই এরকম একটা প্রচলন আছে আমাদের সমাজে যার জন্য চাকরির ক্ষেত্রে মেয়েদের উপস্থিতি খুব কম দেখা যায়।
✓কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মত সমান পারিশ্রমিক পায় না কারণ মেয়েরা শারীরিকভাবে দুর্বল এবং মেয়েরা তেমন একটা লেখাপড়া জানে না।
✓বাড়িতে কাজের সহায়তাকারীরা যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্য সেবা পায় না।
✓বাড়িতে কাজের সহায়তাকারীদের অনেক সময় আমাদের দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া হয়।
আমার সময় সামান্য কারণে কাজের সহায়তাকারী মেয়েকে নির্যাতন করা হয়। এছাড়াও নারী ও শিশুদের বিদেশে পাচার করা হয়। অনেক ঝুঁকিপূর্ণ অমানবিক কাজে তাদের ব্যবহার করা হয়। এ ধরনের অন্যায় আচরণ আমাদের মেনে নেওয়া উচিত নয়। এটা মানবাধিকার বিরোধী কাজ। আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষায় কাজ করা।
তবে সর্বপ্রথম মেয়েদেরকে করার অধিকার বুঝে নেওয়ার জন্য তার পরিবারকে সচেতন হতে হবে। যখন একটি পরিবর সচেতন হবে তখন একটি সমাজ সচেতন হবে এবং এভাবে একটি রাষ্ট্র সচেতন হবে ওই রাষ্ট্রের নারীদের প্রতি। মেয়েদের শিক্ষার দিকে নজর দিতে হবে। কারণ শিক্ষিত একটি মেয়ে তার অধিকার সে আদায় করে নিতে পারে। অন্যদিকে যদি একটি মেয়ের মধ্যে কোন শিক্ষার আলো না থাকে তাহলে সে জানেই না তার অধিকার গুলো কি কি!!