আধুনিক কবিতা
রবীন্দ্রনাথ সর্বপ্রথম ইংরেজি আধুনিক কবিতা আলোচনা করেন এবং টি এস এলিয়টের একটি কবিতা প্রথম অনুবাদ করেন। ফলে বাঙালি কবিদের আধুনিক কবিতার সাথে পরিচয় ঘটে। বাংলা সাহিত্যে আধুনিক কবিতার শ্রোতাদের মধ্যে পাঁচজন প্রধান কবি কে পঞ্চপান্ডব বলা হয়। তারা বলেন জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত এবং অমিয় চক্রবর্তী। আধুনিকতাবাদী পঞ্চপান্ডবের আছিলেন ত্রিশের দশকের কবি। যেসকল সাহিত্যিক হাজার উনিশ'শ এর সাহিত্য বলা হয় মুক্ত হতে পারেননি তাদের ত্রিশোত্তর কালের সাহিত্যিকার বলা হয়।
সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আধুনিকতার ছাপ ছিল। অতি আধুনিক কবিদের মধ্যে সমর সেন, শামসুর রহমানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
জীবনানন্দ দাশ (১৮৯৯- ১৯৫৪)
জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ই ফেব্রুয়ারি বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে জন্মগ্রহণ করেন। তার পূর্ব পুরুষেরা ঢাকার বিক্রমপুরের নিবাসী ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত প্রকৃতির কবি। বাংলা ভাষায় তাকে শুদ্ধতম কবি বলে আখ্যায়িত করা হয়। তিনি ত্রিশের দশকের তথাকথিত জনবিচ্ছিন্ন কবি এখন বেশ জনপ্রিয়। মার্কিন গবেষক ক্লিনটন বোধ জীবনানন্দ দাশের উপর গবেষণা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতা কি চিত্ররূপময় কবিতা বলেছেন।
প্রতিনিয়ত আমরা আধুনিকতার নতুন নতুন আবিষ্কারের মাঝে হারিয়ে যাচ্ছি। নিজেদের সংস্কৃতি নিজেদের সাহিত্যকে ভুলে যাওয়ার পথে বসেছে। তবে এই আধুনিকতার যে আধুনিক নতুন আবিষ্কারগুলো এগুলোর মাঝে থেকেও আমরা আমাদের সংস্কৃতিকে একবার হলেও উলটপালট করে পরিদর্শন করতে পারি। যেটা আমাদের সকলের সাধ্যের মধ্যে। যেখানে টাকা ব্যয় করে আমাদের নতুন করে দোকানে গিয়ে বই কেনার প্রয়োজন হয় না। মুঠো ফোনের মধ্যেই আমরা পৃথিবীর সকল সংস্কৃতি যখন পরিদর্শন করতে পারি তাহলে কেন পারব না নিজেদের সংস্কৃতি নিজেদের সাহিত্য করতে হবে একবার ঘুরে আসতে!!!
ধন্যবাদ সকলকে আমার এই বাংলা সাহিত্য বিষয়ক লেখাটির পরিদর্শন করার জন্য।