মূল্যবোধ শিক্ষা
মূল্যবোধ শিক্ষা হচ্ছে শিষ্টাচার সততা ন্যায় পরায়নতা সহনশীলতা সহমর্মিতা বদ শৃঙ্খলাবোধ ও সৌজন্যবোধ প্রভৃতি সুকুমারবৃত্তি মানবীয় গুনাবলীর শিক্ষা।
✓শিক্ষার সঙ্গে মূল্যবোধ বা জীবনাদর্শ সমন্বয়ে যে শিক্ষার ধারণার উদ্ভব তাই মূল্যবোধ শিক্ষা।
✓মূল্যবোধ শিক্ষা মানুষের মধ্যে সত্য ও সুন্দরের ধারণা জাগ্রত করে।
✓মূলক শিক্ষা মানুষের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য ও সহানুভূতির বোধ জাগ্রত করে।
✓ব্লুটুথ শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিকতাবোধের উন্নয়ন ঘটে।
✓ব্যক্তির মধ্যে মানবীয় মূল্যবোধ দায়িত্ব ও কর্তব্য সচেতনতা ইত্যাদি মূল্যবোধ শিক্ষার মাধ্যমে জাগ্রত হয়।✓মূল্যবোধ শিক্ষা আলাদা শিক্ষা ব্যবস্থা নয় বরং প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচিতে মূল্যবোধ শিক্ষার উপাদান কে অন্তর্ভুক্ত করা হয়।
✓মানুষের ব্যক্তিগত সামাজিক ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রভৃতি ক্ষেত্রে মূল্যবোধের বিকাশ ঘটে।
✓প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বিভিন্ন সংগঠন এবং সংস্থা মূল্যবোধ শিক্ষা প্রদান করতে পারে।
✓মূল্যবোধ শিক্ষার ধারণাটি প্রধানত আনুষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ত।
✓মানুষ স্বভাবতই আবেগপ্রবণ তাই মূল্যবোধ শিক্ষার উপায় হিসেবে ব্যক্তির আবেগিক প্রবণতাকে যথাযথভাবে কাজে লাগাতে হয়।
✓মূল্যবোধ শিক্ষা মানুষের মধ্যে সত্যসুন্দর ভাব ইত্যাদি যত উপলব্ধি জাগিয়ে তোলে।
✓মূল্যবোধ শিক্ষার নির্ধারক সমূহ হলো সামাজিক রীতিনীতি আইন প্রথা বিশ্বাস ইত্যাদি।
✓মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যক্তিকে ব্যক্তিগত ও সামাজিক জীবনের পথে গতিশীল ও দায়িত্বশীল ও কর্তব্য পরায়ন করে তোলে।
✓মূল্যবোধ শিক্ষার মাধ্যমে ব্যক্তির মধ্যে যেসব মৌলিক গুণাবলীর বিকাশ সাধিত হয় সেগুলো হলো আত্মমর্যাদাবোধ সত্যবাদিতা অহিংসা কঠোর শ্রম সাম্য ন্যায় ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক মূল্যবোধ স্বদেশপ্রেম সহযোগিতা দায়িত্বশীলতা সহনশীলতা শ্রদ্ধাবোধ উৎপাদনশীলতা ও কাম্য জনসংখ্যার ধারণা ইত্যাদি।
✓ব্যক্তি সমাজ রাষ্ট্র ও বিশ্ব ব্যবস্থাকে নানামুখী সংকট ও অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যেই মূল্যবোধ শিক্ষার ধারণার উদ্ভব।
ধন্যবাদ সকলকে লেখাটি পরিদর্শন করার জন্য।