খরা
আমাদের দেশের কোন কোন অঞ্চল যেমন নদী ভাঙ্গনের শিকার হচ্ছে আবারো কোন কোন অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া পর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে করার প্রবণতা বেশি।
যে যে কারণে খরা হয়
✓গাছ কেটে ফেলা (গাছের শিকড় মাটির মধ্যকার পানি ধরে রাখে)
✓অধিকহারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায় এবং এই কংক্রিট পানি ধরে রাখে না।
✓কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়।
খরার ফলাফল
✓পুকুর নদী খাল ও বিল শুকিয়ে যায়।
✓মাটির ফসল ফলাতে কষ্ট হয়।
✓গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়।
✓খাবার পানির অভাব দেখা যায়।
এ সংকট থেকে উত্তরণের উপায়
খরো একটি প্রাকৃতিক দুর্যোগের মত। তবে এটা যে প্রকৃতি আপনার ফ্রি আমাদের উপর এই ক্ষতির প্রভাব ফেলছে তা কিন্তু নয়। আমরা প্রতিনিয়ত প্রকৃতির উপর অত্যাচার অন্যায় করে চলেছি যার ফলে প্রকৃতি আর নিজেকে ধরে রাখতে পারছে না তখন প্রাকৃতিক কারণেই এই দুর্যোগগুলো আমাদের সামনে উপস্থিত হয়।
সর্ব মোট কথা হচ্ছে প্রথমত দেশের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। সেই সাথে একটি দেশের ভূমির জন্য নির্দিষ্ট পরিমাণ বৃক্ষ থাকা প্রয়োজন এটা কি আমাদের মাথায় রেখে বৃক্ষ রোপণ করতে হবে। জ্বালানি এবং আসবাবপত্র হিসেবে আমাদের বৃক্ষ বৃক্ষ কাঠের অবশ্যই দরকার আছে কিন্তু আমরা যদি একটা বৃক্ষ কর্তন করি তাহলে আমাদের উচিত দুইটা বৃক্ষরোপণ করা।