বাংলাদেশ প্রিমিয়ার লীগ

in cricket •  3 years ago 

একটা সময় ছিলো BPL নিয়ে মানুষের উন্মাদনা থাকতো। শুরুর সিজনগুলোতে হাই প্রোফাইলড প্লেয়ার না থাকলেও মানুষের আনন্দের কমতি ছিলো না। বাংলাদেশের ইতিহাসে ২০১৮ সালের মতো দারুণ আয়োজন BPL এ আমার দৃষ্টিতে কখনো হয় নি। কিন্তু এবারে BPL হওয়ার চেয়ে না হওয়াটাই অনেক বেশি ভালো ছিলো। অযথা টাকা নষ্ট, মানুষের মেজাজও নষ্ট। কারণসমূহঃ

১/ দলে বিদেশি প্লেয়ারের সংখ্যা কম,
২/ ভালোমানের বিদেশি প্লেয়ারের সংখ্যা কম ( যদিও যারা আছে, তারাও নিঃসন্দেহে ভালো)
৩/ পৃথিবীর ইতিহাসে এততততত্তো জঘন্য পিচে ফ্র্যাঞ্চাইজি লীগ তো কোটি কোটি হস্ত দূরের কথা, লীগ খেলাও হয় না। প্লেয়ারদের ক্যারিয়ার নষ্ট করার জন্য। মানুষ ৪,৬ দেখার জন্য T20 দেখে। সময় পাস করার জন্য না।
৪/ আল্লাহর রহমতে আম্পায়ারিং নিয়ে কি বলবো? সারারাত মাল খেয়ে টাল হয়ে আম্পায়ারিং করতে আসে মনে হয়। উগান্ডার আম্পায়াররাও এর চেয়ে ভালো আম্পায়ারিং করে। জিম্বাবুয়ের আম্পায়াররা বাংলাদেশি আম্পায়ারের চেয়ে কোটি গুণ ভালো,
৫/এই পিচে খেলিয়ে কি লাভ? T-20 বিশ্বকাপে যে হাল হলো!!! আচ্ছা বুঝলাম স্পিন বেস্ট প্লেয়ার বানাবে। আচ্ছা তাহলে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সাথে জিততে পারলো না কেন? দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এমন খুশি যে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। অথচ বিশ্বকাপে ভাতই পেলো না বাংলাদেশ। কি লাভ?
৬/ আমাদের পেসারদের দূর্দশার জন্য কি তারা নিজেরাই দায়ী?? গামিনির কি কোন দায়বদ্ধতা নেই????????????

৭/ বাংলাদেশি ব্যাটাররা বাইরের দেশে গেলে পেস বোলারদের বল মনে হয় চোখেই দেখতে পারে না। কি তাজ্জব ব্যাপার।

৮/ আবার পিছনে ফিরে আসি। PSL হওয়ার পর BPL হলে BCB এর কয় ট্রিলিয়ন ডলার ক্ষতি হতো, জানতে খুব ইচ্ছা করছে।

৯/ বাংলাদেশি প্লেয়ারদের যে কোয়ালিটি, তাতে প্রতি দলে অন্তত ৬ জন বিদেশি প্লেয়ার থাকা উচিত। অস্ট্রেলিয়া ৩ জন বিদেশি দলে নিয়ে BBL খেলে। কারণ ওদের প্লেয়ারদের কোয়ালিটি আছে। ৩ নাম্বার দল নিয়েও যেকোন দেশকে হাঁসতে হাঁসতে হারানোর যোগ্যতা আছে ওদের।

১০/ BPLBPL এর আম্পায়ারদের চেয়ে অজপাড়াগাঁয়ের ছেলেরাও ভালো আম্পায়ারিং করে।

১১/ সিনিয়র প্লেয়াররা জুনিয়রদের শেখায়। আমাদের সিনিয়ররা কি শেখাবে? তামিম ইকবালকে সেই ২০১১ সালের পর থেকে ধুম ধাড়াক্কা পিটাতে দেখিনি। যে তামিমকে বল করার জন্য প্লেয়াররা ২ বার ভাবতো, সে তামিমই এখন!!! তামিম মানুষের ওপর অভিমান করে এমন খেলছে, সেটা সবাই জানে। কারণ দ্রুত পিটিয়ে রান তুলে আউট হওয়ার জন্য মানুষ তাকে ম্যাগী নুডুলস খেতাব দিয়েছে। কিন্তু এমন অভিমান আর কতো মনে পুষে রাখবেন?

আর কিছু বলার নাই!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!