Middle Overs Strategy
ওডিআইতে মাঝের ওভারের ব্যাটিং খুবই ভাইটাল। প্রথম ১০ ওভারে পাওয়ার প্লে ও লাস্ট ১০ ওভারে স্লগ ব্যাটিং টি২০ ঘরানার হলেও; মাঝের ওভারে ব্যাটিং অনেক বেশি সলিড ও স্মুথ টেম্পারমেন্টের প্রয়োজন। যদিও অনেক টিমই প্রথম ১০ ওভার উইকেট সেভ করতে স্লো স্টার্ট দেয়।অ্যাংকরিং ও বলের শাইন অফ করার প্ল্যান থাকে।
বড় দলগুলোর সাথে অন্য মিডিওকোর টিমের পার্থক্য মিডিল ওভার গুলোতে বেশি দেখা যায়। বড় দলের ব্যাটাররা মিডিল ওভারে ৩/৪ টা সিঙ্গেলস কন্টিনিউয়াস নিতে থাকে। মাঝে বাজে বল পেলে পানিশ করার ফলে রান ফ্লো ঠিক থাকে। মিডিল ওভারে ফিল্ড পজিশন বুঝে গ্যাপ বের করে খেলে। অনেক বেশি সিঙ্গেলস, ডাবলস নিয়ে ফিল্ডিং ও বোলিং প্ল্যান চেন্জ করাতে বাধ্য করে। রিস্কি ও ক্রস ব্যাটে শট না খেলেও। ভিজোন ও ডাউন দা উইকেটে (লং অফ ও লং অন) স্ট্রেইট ব্যাটে বেশি খেলার চেষ্টা করে। ফিল্ড ও বোলিং বুঝে হার্ড/সফট হ্যান্ডে স্পিন খেলে। ফলে শট মিসকিউ হয় না। ব্যাটাররা রানের জন্য প্যানিকডও হয় না।
৩২ তম ওভারে প্রথম বলে নাহিদুল ফিল্ডারকে বিট করে থার্ডম্যান রিজনে খেলতে চেয়েছিলো।সে ইচ্ছা করলে কাভার রিজনে স্ট্রেইট ব্যাটে খেলে অনায়াসে সিঙ্গেলস নিতে পারতো। মোসাদ্দেক ওর ইনটেনশন বুঝে পরে কোন বলই অফ স্ট্যাম্পের বাইরে করেনি। ব্যাটার প্যানিকড হয়ে সব বল হার্ড হ্যান্ডে অন সাইডে ফিল্ডার বরাবর খেলেছে। ফলে টানা ৫ টা ডট বল হয়েছে ওভারে। অথচ সে চাইলে মিড উইকেট ও স্কয়ার লেগ রিজনের মাঝে সফট হ্যান্ডে ইনার সার্কেলের ফিল্ডারকে নিয়ে ক্যাট এন্ড মাউস গেম খেলতে পারতো। লং অন রিজনে স্ট্রেইট ব্যাটে খেলে সিঙ্গেলস নিতে পারতো। এটা করতে পারলে বোলার তার প্ল্যান চেন্জ করতে বাধ্য হতো।
ডট অথবা গ্লোরির(বাউন্ডারি) চিন্তা নিয়ে ওডিআই ক্রিকেটে মাঝের ওভারে ব্যাটিং করলে প্রেশার ক্রিয়েট হয়। দলের ভালো শুরুও কাজে আসে না তখন।
Middle Overs of Strategy Batting in the middle of the ODI is very vital. In the first 10 overs, the slog batting T20 in the power Play and Last 10 overs; Batting in the middle of the middle of the middle of the Solid and Smooth Temporary. Although many teams give slow start to save the first 10 over wickets. The plan to do the plan of a panic and ball shine. The difference between the big parties is more likely to be seen in Middle Over Middle Over the Middle Over.
Large team's batteries took 3/4 singles continuously in the Middle Ovar. In the case of a bad ball, the run flow is justified as a result of the pills. Field positions in the Middle Over and plays the gap. For forced fielding and bowling plans to many more singles, doubles. Do not play in Rski and Cross Bat. In the Vijone and Down Da Week (Long Off and Long-on), stretch tries to play more. By playing the field and bowling, playing hard / soft hand spins. As a result shot is not Missquee. The batteries are not panico for run. In the 32nd over, Nahidul fielder wanted to play the thirdman Reason by biting. If he wishes, then he could have taken singles in a straightforward bat on the Runat. After understanding Mosaddek his intensity, no ball did not be out of stamps. All balls are played along with the fielder on the side of the hard hand to become panic. As a result, 5 dot balls have been overs. But if he wants, the Kat and Mouse Game could play with the inner circle fielder in the Soft Hand in Mid-Wicket and Square Leg Reason. Long On Reason, Straight, could take singles. If you could do this, the bowler would have been forced to chastate his plan. If batting in the middle of the ODI cricket, the dot or glory (boundary) is batting in the middle of the cricket. The team's good start does not come to work.
** Your post has been upvoted (1.03 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote