বাংলাদেশ ক্রিকেট পিচ নিয়ে কিছু কথা

in cricket •  3 years ago 

FB_IMG_1641650676075~2.jpg

বাংলাদেশ স্পিন পিচ বানালে যারা গালি দেন,সেই সব জ্ঞানী ভাইদের কাছে জানতে চাই এই পিচ নিয়ে আপনাদের কী মতামত?কাল এই পিচে বাংলাদেশ যদি টস হেরে ব্যাটিং এ নামে আর ১০০ রানের নিচে অল আউট হয়ে যায় তখন নিউজিল্যান্ডের বোলারদের কৃতিত্ত্ব না দিয়ে পিচকে কৃতিত্ব দিবেন নাকি বাংলাদেশের ব্যাটসম্যানদের পেস খেলার এবিলিটি নিয়ে প্রশ্ন তুলবেন?বাংলাদেশ দেশের মাটিতে স্পিন পিচ বানিয়ে বড় দলকে হারালে তখন তো বাংলাদেশের বোলারদের কৃতিত্ত্ব না দিয়ে পিচ কে ধুয়ে দেন আর বলেন মিরপুরের পিচ দিয়ে ব্যাটসম্যান জাজ না করতে।তখন কিন্তু অন্য দলের ব্যাটসম্যানদের স্পিন খেলার এবিলিটি নিয়ে প্রশ্ন তুলেন না।আবার বাংলাদেশ নিজের চেয়ে ছোট দল যেমন জিম্বাবুয়ে এর সাথে স্পিন পিচ বানালে বলেন বাংলাদেশের লজ্জা হওয়া উচিৎ যে ছোট দলের সাথেও নিজেদের ফেভারে পিচ বানাতে হয়(যদিও জিম্বাবুয়ে বাংলাদেশের চেয়ে খুব বেশি ছোট দল নয়)।অথচ নিউজিল্যান্ড এখন তাদের চেয়ে ঢের পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে জিতার জন্যে কি পিচটাই না বানাচ্ছে!এখন আবার বলবেন না বাংলাদেশ তো ওডিআই-টি২০ তেও স্পিন পিচ বানায়।কারণ বাংলাদেশ টেস্টে স্পিন পিচ বানলেও আপনারা এসব কথা বলেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (1.86 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote