আইয়ামে জাহেলিয়া অর্থাৎ অন্ধকার যুগ, কেন বলা হয়?

in creativewriting •  last year 

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

শুভ সন্ধ্যা, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আইয়ামে জাহেলিয়া অর্থাৎ অন্ধকার যুগ । এই সম্পর্কে আলোচনা করব।

pexels-longxiang-qian-5385543 (2).jpgsource

স্কুলের প্রশ্নের উত্তরের মতো ভূমিকা দিয়ে শুরু করছি,

ইসলামের দৃষ্টিকণ থেকে (আইয়ামে জাহেলিয়া)
শব্দটি আরবি, আইয়ামে শব্দের বাংলা অর্থ, সময় যুগ, কাল, কে বোঝানো হয় এবং জাহিলাত শব্দের অর্থ অন্ধকার। ইতিহাসের বইতে পাওয়া যায় ইসলাম পূর্ব আরবের সামাজিক জীবন অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা ও নানা পাপাচারে লিখতে ছিল সেই সময় লোকজন। ঐ সময়ে আরবে বিশৃঙ্খলা ও অরাজকতা বিদ্যমান ছিল। আসলে ওই যুগকে বলা হত অন্ধকার একটি যুগ।

আইয়ামে জাহেলিয়া ,,,,

ইসলামের ইতিহাসে ৫১০ খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ (সাঃ )এর আবির্ভাবের আগে যে সময় কাল অতিবাহিত হয়েছে তাকে অন্ধকার যুগ বলে অনেকেই ধারণা মতে। আরব সমাজে তেমন কোন ধর্মীয় শাসন নীতিমালা ছিল না। মানুষের ভেতরে জ্ঞানের আলো দেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না ‌। আসলে সেই যুগে ধর্মর জ্ঞান ছাড়া অন্য কোন জ্ঞান মানুষের আলোকিত করতে পারত না। জাহেলী বা অন্ধকার যুগ বলতে বুঝায় আরবের সেই সময়কালকে বোঝাই যখন সেখানে কোনাে নবী-রাসূলের আবির্ভাব ঘটেনি বা কোনাে ঐশী কিতাব নাযিল হয়নি।

আরব সমাজে সেই যুগে পরিচালিত ছিল ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, হানাহানি, বিপর্যস্ত অর্থনীতির ফলে যে অজ্ঞতার সমাজের ভিতর প্রচলিত ছিল অন্যের সম্পদ লুব্ধুন নারীদের অমানবিক নির্যাতন। শিশু হত্যার মতো অমানবিক কার্যকলাপ।

pexels-lennart-wittstock-316681.jpgsource

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!