A picture of a cow trader

in cow •  6 days ago  (edited)

এক গরু ব্যবসায়ীর ছবি

আসলে কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নদী দেখতে। সেখানে বসে সময় কাটাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম নৌকা করে একটি গরু নিয়ে আসতেছে। বিষয়টা দেখে আমার কাছে বেশ ভালো লাগে। যার কারনে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে গরু খুবই সাধারণ একটি প্রাণী। নৌকায় করে আনার পর নদীর পাড় দিয়ে খুবই সুন্দরভাবে গরুতে হেঁটে আসতেছে । আসলে নৌকাতে গরুটা যদি নাড়াচাড়া করত তাহলে নৌকা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়টা আমি অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলাম। কত বড় রিক্স নিয়ে নৌকা করে এই কৃষক গরু টেনেছে। যা দেখে আমি ছবি তুলেছিলাম। এবং আজ আপনাদের মাঝে শেয়ার করেছি।

Actually, a few days ago I went to see the river. I was spending time sitting there and suddenly I saw a cow being brought by boat. I like it very much. That is why I shared it with you today. Actually, a cow is a very common animal. After being brought by boat, it is walking along the river bank very beautifully. In fact, if the cow had moved in the boat, there is a possibility that it would have fallen off the boat. I thought about this for a long time. How big of a rickshaw did this farmer use to pull the cow by boat. Seeing that, I took a picture. And today I shared it with you.

20250203_152020.jpg

20250203_151959.jpg

20250203_152015.jpg

20250203_152017.jpg

20250203_151950.jpg

20250203_151948.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!