আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সেই সাথে আমি আরো দোয়া করি। আপনাদের বাবা-মা ও ছোট ভাই বোন যেন সুস্থ রাখে আল্লাহ তায়ালা। আপনারা যেন আপনাদের বাবা মার খেয়াল রাখতে পারেন। আমি আল্লাহতালার কাছে দুহাত ধরে মোনাজাত করি। আপনাদের যেন সুস্থ রাখে এবং কি আপনাদের পরিবারের সকল যেন সুস্থ ও শান্তিতে রাখে আল্লাহ্ তাআলা।
আমরা গত চার পাঁচ দিন আগে দুটি বিড়ালের বাচ্চাকে দুধ খাওয়ায় কাজে যাওয়ার সময়। আমরা সারাদিন যে জায়গায় কাজ করছি আমরা দেখেছি যে বিড়ালের বাচ্চাগুলো আমাদের সাথে বসে রয়েছে। তারপরে কাজ শেষ করে আমরা স্টরে চলে আসলাম স্টোরে বিড়ালে বাচ্চা আমাদের সাথে সাথে চলে আসছে। তখন আর দুইটা বাচ্ছায় আসে না একটা তার মার কাছে ছিল আরেকটা চলে আসছে আমাদের সাথে।
তারপর আমরা সারাদিন কাজ করলাম আর বিড়ালের বাঁচাতে আমাদের সাথেই ছিল। তারপরে কাজ শেষ করে আমরা রুমে চলে আসলাম সেই বিড়ালের বাচ্চা আমাদের সাথে রুমে চলে আসলো। আমি কিচেন থেকে ফিলিপাইনের গরুর মাংস পাক করেছে আমি এইগুলা বিড়ালের বাচ্চাটাকে দিলাম।
তারপর আমি গোসল করে নিলাম সন্ধ্যা বেলা। তারপর রুম থেকে বাইরে গিয়ে দেখে যে বিড়াল বাচ্চা মাংসগুলা খেয়ে বিড়াল বাচ্চারে জায়গায় নাই। আমি কিছুক্ষণ এদিক সেদিক দেখে আর দেখলাম না আমি মনে করলাম যে বিড়াল বাচ্চাটা ওই জায়গায় চলে গেছে যে জায়গা থেকে সে আছে।
তারপর রাতের দশটা বাজে আমি রুমে থেকে বাইরে যখন মোবাইল দেখতেছি। হুট করলে কোথা থেকে বিড়ালে বাচ্চাটা এসে আমার কোলে শুয়ে গেল আমি বললাম কই গেছিলি তুই। তারপর আমি একঘন্টা বসে রইলাম বিড়ালে বসে যতক্ষণ শুয়ে ছিল। তারপরে আমি রুমে চলে আসলাম শোয়ার জন্য। বিড়ালের বাচ্চাকে রুমে নিয়ে আসেনি সব সময় রুমের ভিতর এসি চলে।
অবশেষে এটাই বলতে চাই। ভুল মানুষেরই হয়। আমার কিছু ভুল হতেই পারে। আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভুলগুলো দেখিয়ে দিলে। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। ভুলগুলো সংশোধন করে। আমি আপনাদের ভাল কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।