Do not make any kind of compromise with career

in career •  2 years ago 

 

If your age is between eighteen and twenty five then you need to define your life goals from today. What you want to be in life and what you want to achieve. You have to fix that thought. So you have to decide now. How do you want success in your life and how do you want to implement it? Eighteen to twenty-five. This age is so sensitive, if you are on the right track, then it is fine. And if you somehow make a slight mistake, you will carry the cost of that mistake for the rest of your life, just as a potter can change the shape of a clay pot as long as the clay remains soft and wet, once the pot is fired no matter how hard you try. Why is it not possible to change the size of this clay pot?

All of you who are between the ages of eighteen and twenty-five, start working on your sure future goals now. So that you never have to blame yourself for future misfortunes. Qualify yourself from now through natural work and acquire within you the ferocity to conquer this world. Or else the current social situation will swallow you. Prepare yourself even to save yourself. Prepare yourself that way today. As if everyone bows before your shout. So we can learn from a small story. That education can be the path for our future life. You are suddenly lost in a forest while walking and after many attempts you cannot find your way out of the forest. Just then the evening began to descend. What will you do at that moment, try desperately to find your way back home. Or spend the night in the forest? If you have to spend the night in the forest, then there are many animals to fear in the forest. On the other hand, if you find your way back home, you will be able to realize your happiness yourself. For those of you who are eighteen to twenty-five with the jungle story. Their lives have many similarities. If you can take the right decision at this age, you can move yourself forward properly. Then your success is inevitable. And if for some reason you fail to make the right decision. Then your life will become like that, thick dark forest. Then you will not find the way. Think about building a career to have time. Do not make any kind of compromise with career.

 

 


Native Language



তোমার বয়স যদি আঠেরো থেকে পঁচিশের মধ্যে হয়ে থাকে আজ থেকে তোমাকে তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে. তুমি জীবনে কি হতে চাও এবং কি অর্জন করতে চাও. তোমার সেই ভাবনা স্থির করতে হবে. অতএব তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে. তুমি তোমার জীবনে কিভাবে সাফল্য পেতে চাও এবং সেটা কিভাবে বাস্তবায়ন করতে চাও? আঠেরো থেকে পঁচিশ. এই বয়সটি এত বেশি সংবেদনশীল তুমি যদি সঠিক রাস্তায় থাকো, তাহলে ঠিক আছে. আর যদি কোনোক্রমে একটু ভুলের দিকে অগ্রসর হও তাহলে এই ভুলের মাশুল তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে যেমনি ভাবে একজন কুমার ততক্ষণ পর্যন্ত মাটির হাঁড়ির আকার পরিবর্তন করতে পারে যতক্ষণ পর্যন্ত ওই মাটির নরম এবং ভেজা থাকে একবার ওই মাটির হাঁড়ি আগুনে পোড়ানো হয়ে গেলে তুমি যতই চেষ্টা করো না কেন এই মাটির হাঁড়ির আকার আর পরিবর্তন করা সম্ভব নয়.

তোমাদের যাদের বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে তোমরা সবাই তোমাদের নিশ্চিত ভবিষ্যতের লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করে দাও. যেন ভবিষ্যৎ সময় দুরাবস্থার জন্য কখনোই নিজেকে দোষারোপ করতে না হয়. নিজেকে স্বাভাবিক কাজের মাধ্যমে এখন থেকেই নিজেকে যোগ্য করে গড়ে তোলো এবং এই পৃথিবীকে জয় করার মতো হিংস্রতা তোমার মধ্যে অর্জন করো. আর না হয় বর্তমান সামাজিক অবস্থা তোমাকে গিলে ফেলবে. নিজেকে বাঁচানোর জন্য হলেও নিজেকে প্রস্তুত করো. আজ নিজেকে এমন ভাবে প্রস্তুত করো. যেন তোমার হুঙ্কারের সামনে সবাই মাথা নত করে. তাই আমরা ছোট্ট একটি গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারি. যে শিক্ষা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য পাথেয় হয়ে থাকতে পারে. তুমি পথ চলতে চলতে হঠাৎ করে একটি জঙ্গলের মধ্যে হারিয়ে গেছো অনেক চেষ্টা করার পরেও তুমি জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছ না. ঠিক তখন সন্ধ্যা নেমে আসতে লাগলো. ওই মুহূর্তে তুমি কি করবে ঘরে ফেরার পথ খুঁজে বের করার জন্য প্রানপন চেষ্টা করবে. নাকি জঙ্গলে রাত কাটাবে? তোমাকে যদি জঙ্গলে রাত কাটাতে হয় তাহলে জঙ্গলের মধ্যে অসংখ্য জীবজন্তুর ভয় আছে. অন্যদিকে তুমি বাড়ি ফেরার পথ খুঁজে পেলে তোমার আনন্দ তুমি নিজেই উপলব্ধি করতে পারবে. জঙ্গলের গল্পটির সাথে তোমাদের যাদের বয়স আঠেরো থেকে পঁচিশ. তাদের জীবনের সাথে অনেক মিল রয়েছে. এই বয়সে তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো সঠিকভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো. তাহলে তোমার সফলতা অনিবার্য. আর যদি কোন কারণে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে যাও. তাহলে তোমার জীবনটা ঐরকম, ঘন অন্ধকার জঙ্গলে পরিণত হবে. তখন তুমি পথ খুঁজে পাবে না. সময় থাকতে ক্যারিয়ার তৈরি করার চিন্তা করো. ক্যারিয়ারের সাথে কোন ধরনের কম্প্রোমাইজ করো না.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!