সকলে কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
- আজকে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ছবি কিভাবে আঁকতে হয় সেই পদ্ধতি গুলো:
নিশ্চয়ই আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে একটি গ্রামের দৃশ্য আঁকানো হয়েছে এবং এটি অসম্পূর্ণ রয়েছে step-by-step এটি সম্পূর্ণ আকারে দেখতে পারবেন।
উপকরণ সমূহ
পেন্সিল
রাবার
ইরেজার
স্কেল
কলম
রং তুলি
এগুলো সাধারণত এই ছবিতে ব্যবহার হয়েছে অংকন করার জন্য এবার অঙ্কনের কিছু বিবরণ দেখুন।
অংকন এর বিবরণ
প্রথমে আমি একটি ড্রয়িং পেপার নিয়েছি এবং সেটা ভালোভাবে সোজা করে ছবি অংকন শুরু করেছি। প্রথমে দুটি ঘর একটি গাছ এবং আস্তে আস্তে ছবিটা আঁকানো শুরু করেছি এক পর্যায়ে ছবিটি সম্পূর্ণ করতে পেরেছি এবং তারপরে রং করা শুরু করেছি।
ছবিটি সম্পূর্ণভাবে রং করার জন্য অনেকটা সময় লেগে গেছে কারণ ছবিটি সুন্দর করে আকানোর জন্য অনেক সময় ধরে অংকন করার প্রয়োজন হয়েছে।
আপনারা নিজেরা চেষ্টা করলে এধরনের ছবি আঁকা তে পারেন এবং এর থেকে অনেক সুন্দরভাবে অঙ্কন করতে পারবেন যদি আপনারা ভালোভাবে চেষ্টা করে থাকেন এটি একটি মূলত গ্রামের দৃশ্য সেখানে একটি নদী এবং একটি ব্রিজ সেতু রয়েছে দুইটি দুইটি কাজ সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে সেখানে মনে হচ্ছে।
ছবি অংকন সম্পর্কে তো আপনাদের সাথে পোস্ট আমি আজকে শেয়ার করলাম আজকে এ পর্যন্তই আগামীতে আরো ভবিষ্যতে কোনো ভালো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।