Dowry is a practice that destroys a girl's family financially. Dowry is usually the amount of money, jewelry, property or alternatives that the boy's family collects from the girl's family during or after the marriage.
যৌতুক এমন একটা প্রথা যেটা একটি মেয়ের পরিবারকে অর্থনৈতিক ভাবে ধংস্ব করে দেয়। সাধারণত বিয়ের সময় বা পরে মেয়ের পরিবারের থেকে জোর পূর্বক যে অর্থ,গহনাপত্র, সম্পত্তি বা এগুলোর বিকল্প যা কিছু ছেলে বা ছেলের পরিবার আদায় করে করে থাকে তাই যৌতুক।
The dowry came mainly from the Hindu marriage dowry system. With the help of this destructive practice called dowry, the boy's family looted everything from the girl's family. In a word, robbery at noon during the day. The result is just a painful cry to cover the face of the girl's family. The government of our country has not yet taken any drastic steps to remedy the current dowry, so it cannot be stopped easily.
যৌতুক এসেছে মূলত হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ের পণ প্রথা থেকে।পণ নামক এই ধংসাত্নক প্রথার সাহায্যে ছেলের পরিবার মেয়ের পরিবারের থেকে যা কিছু পারে সবকিছুই লুটে নেয়।এক কথায় দিনে দুপুরে ডাকাতি। যেটা পরিণাম শুধু মেয়ের পরিবারের মুখ চেপে রাখা যন্ত্রণাদায়ক কান্না।বর্তমানের যেটি চলে যৌতুক নামে,সেটার প্রতিকারের জন্য আমাদের দেশের সরকার এখনো কঠোর কোন পদক্ষেপ নেইনি, তাই এটি সহজে বন্ধ ও করা যাচ্ছেনা।
It is beyond to know how many womenbs hope,dream and more to say her life destroy for dowry. One of my half-sisters got married for Rs. 1 lakh. They have had a son in the middle of the abuse. But the level of abuse has increased so much that this relationship is now moving towards divorce. As a result, not only one relationship will end, but the life of the child will also end.
যৌতুকের কবলে পড়ে কত মেয়ের জীবনের সব আশা,স্বপ্নের সাথে সাথে জীবন টাও মাটির নিচে চাপা পরে যাচ্ছে তা তো জানার বাইরে।আমার এক ফুপাতো বোনের বিয়ে হয় ১ লাখ টাকার বিনিময়ে।বিয়ের পরেও টাকা দাবি করে কিন্তু তা দিতে না পারায় তাকে সহ্য করতে হয়েছে অসহ্য নির্যাতন।এর মাঝে একটি ছেলে সন্তান ও হয়েছে তাদের।কিন্তু নির্যাতনের মাত্রা অতিমাত্রায় বেড়ে যাওয়ায় এই সম্পর্ক এখন ডিভোর্স এর দিকে এগোচ্ছে।যার ফলে কেবল একটা সম্পর্কই শেষ হয়ে যাবেনা বাচ্চাটার জীবন টাও অনেকাংশে শেষ হয়ে যাবে।
The lives of thousands of girls and children, not just this sister, are coming to an end due to dowry. Especially in our country, its impact is very high. So let's not say "Yotuk, let's build a beautiful life." I give a beautiful future to my child, my family.
যৌতুকের কবলে পড়ে শুধু এই বোনেরই না এমন হাজারো মেয়ের আর সন্তনের জীবন শেষ হয়ে যাচ্ছে। বিশেষত আমাদের দেশে এর প্রভাব অনেক বেশি।তাই আসুন " যোতুক কে না বলি,সুন্দর একটি জীবন গড়ি।'সুন্দর একটি ভবিষ্যত উপহার দিই নিজের সন্তানকে, নিজের পরিবারকে।