Another enjoyable day: Visiting to a park....

in blurtulogs •  4 years ago 

20200825_184233.jpg

Staying at home day after day makes me feel bad as well as my body. I am tired of being in this stuffy house. I want to go outside for a while. I want to see nature from close range and blend in with nature.

বাসায় দিনের পর দিন আটকে থেকে মন খারাপের পাশাপাশি শরির ও খারাপ হয়।য়বাসায় এই গুমোটের মধ্যে থাকতে থাকতে আমি ক্লান্ত।আমি বাইরে একটু ঘুরতে যেতে চায়।প্রকৃতিতে কাছ থেকে দেখতে প্রকৃতির মাঝে মিশে গিয়ে তাকে অনুভব করতে চায়।

I love to travel to different places, to look around and to think about it. But I am afraid to go far for visiting. It is painful to me.So without going anywhere far, I went out to walk in a park near my house. The park is very close so I enjoyed the pleasure more.

আমি বিভিন্ন জায়গায় ঘুরতে, ঘুরে ঘুরে দেখতে এবং তা নিয়ে ভাবতে ভালোবাসি।কিন্তু অনেক দূরের রাস্তায় বের হতে ভয় পায়।ভ্রমণ খুবই কষ্টকর আমার জন্য। তাই দূরে কোথাও না গিয়ে বাড়ির কাছেই এক পার্কে ঘুরতে বের হইলাম পার্কটা বেশ কাছেই তাই আনন্দটাই বেশি উপভোগ করেছি।

The park is basically river centric. I went there with headache and extreme fatigue. I went there and saw many people. The work on the park is not yet complete, but people are so keen to find the life-giving air of the river and the cool place of this nature.

পার্কটা মূলত নদী ক্রেন্দ্রিক।ওখানে যাওয়ার সময় গেলাম মাথা ব্যাথা আর প্রচন্ড ক্লান্তি নিয়ে।ওখানে গিয়েই দেখলাম অনেক মানুষ। পার্কটার এখোনে পুরোপুরি কাজই শেষ হয়নি কিন্তু নদির প্রাণ জুরানো বাতাস আর এই প্রকৃতির ঠান্ডা জায়গা খুজতেই মানুষের এত ভীর।

20200912_175428.jpg

I also saw the opportunity to get on a boat and go for a walk in the river. But I don't know how to swim and there is no life jacket, so I didn't have to go on a boat trip. There are flower gardens, a variety of play areas for young children, seating for adults and recreation.

সেখানে আরো দেখলাম নৌকাতে উঠে নদী বেড়ানোর সুযোগ।কিন্তু আমি সাঁতার জানিনা আর সেখানে লাইফ জ্যাকেট এর কোনো ব্যাবস্থা না থাকায় আপাতোতো নৌকা ভ্রমণকে না বলতে হলো।সেখানে রয়েছে ফুলের বাগান,ছোট বাচ্চাদের খেলার বিভিন্ন রকমের ব্যাবস্থা,বড়দের বসার জায়গা এবং বিনোদনের ব্যাবস্থা।

I wandered around and went to a corner and gave myself time like my own. I gave up my mind and nature to nature. The headache subsided a lot and I could feel a different kind of peace in my mind. What I have been searching for for a long time, I have found without knowing it.

আমি ঘুরোঘুরি করে একটা কোণে গিয়ে নিজেকে নিজের মতো সময় দিলাম।প্রকৃতির কাছে মন,আত্তা সব কিছুকে ছেরে দিলাম।মাথা ব্যাথাটা বেশ কমে গেল এবং অনুভব করতে পারলাম মনে এক অন্যরকম প্রশান্তি। যেটাকে অনেকদিন ধরে খঁজে চলেছি সেটাকে মনের অজান্তে খুজে পেয়েছি।

Finally I returned home. The bad mood and headache with whom i went to tha park when I came home, I did not bring it , I left it there. I would say that sometimes you should give yourself time and it must be a good time. Surrender yourself to nature.

সবশেষে বাড়ি ফিরলাম। পার্কে যে মন খারাপ,মাথা ব্যাথা নিয়ে গেছিলাম সেটা বাসায় আাসার সময় আর নিয়ে আসিনি ওখানেই ঝেরে ফেলে রেখে এসেছি।আমি বলবো অবশ্যই মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া উচিত এবং সেটা অবশ্যই ভালো সময়।নিজের মন খারাপ,হতাশা গুলোকে দূর করতে কাছের মানুষের সাহায্য নিন নতুবা নিজেকে প্রকৃতির কাছে নিজেকে সপে দিন।

The park has a lot of role to play in making our minds better as well as entertaining. So I will say sometimes go and give yourself time to think privately. What could be a greater reward to make the mind better ???

পার্ক বিনোদনের পাশাপাশি আমাদের মন ভালো করতেও আমাদের অনেক ভূমিকা রাখে।তাই বলবো মাঝে মাঝে গিয়ে নিজেকে একান্ত মনে সময় দিন।মন ভালো করতে এর চেয়ে বড়ো উপদেয় আর কি হতে পারে???

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.