How to Start 3Speak - Bengali Tutorial

in blurttutorial •  4 years ago 

বন্ধুরা,
এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে, বাংলাদেশী ব্যবহারকারীদের মাঝে থ্রিস্পিক নিয়ে বেশ আগ্রহ তৈরী হয়েছে। অনেকেই আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন। যেহেতু নতুন ব্যবহারকারীর সংখ্যা বেশী। তাই আমি আজ থ্রিস্পিক এর শুরুটা কিভাবে করতে হবে, সেটা বিস্তারিত উপস্থাপন করার চেষ্টা করেছি। আজ আমরা শিখবো থ্রিস্পিক এ কিভাবে আইডি ওপেন করতে হয় এবং হাইভ এর একাউন্ট কিভাবে সেটার সাথে সংযুক্ত করতে হয়।

speak banner bd.png

যাদের হাইভ একাউন্ট রয়েছে, তারা থ্রি স্পিক এ নতুন আইডি খোলার পর, হাইভ এর সেই পুরনো একাউন্টকে থ্রি স্পিক এর সাথে সহজেই সংযুক্ত করতে পারবেন। ফলশ্রুতিতে আপনি থ্রি স্পিক এ যে ভিডিও আপলোড করবেন, সেটা সরাসরি হাইভ এ চলে আসবে।

s-1.png

প্রথমে আপনাকে যে কোন ব্রাউজার ওপেন করে থ্রি স্পিক এর সাইড এর এড্রেস টাইপ করতে হবে উপরে দেখানো ছবির মতো। তারপর আপনাকে লজইন/সাইন আপ এ ক্লিক করতে হবে।

s-2.png

দ্বিতীয় ধাপে লক্ষ্য করুন সাইন ইন এর নিচে একটি কথা লিখা আছে আর সেটা হলো যাদের থ্রি স্পিক একাউন্ট নেই অথবা যারা নতুন তারা সাইন আপ এ ক্লিক করুন।

s-3.png

তৃতীয় ধাপে আপনাকে আপনার নতুন একাউন্ট এর জন্য প্রথমে ই-মেইল এড্রেস দিন উপরের ঘরে, তারপর আপনার একাউন্ট এর নাম কি হবে সেটা দিন, এরপর গোপন পাসওয়ার্ড টাইপ করুন, তবে এখানে পাসওয়ার্ড সম্পর্কে কিছু পরামর্শ দেয়া আছে সেগুলোকে অনুসরন করার চেষ্টা করুন এবং পাসওয়ার্ডটি মনে রাখুন। কারন পরবর্তী সময়ে আপনাকে এই ই-মেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাই এটা আপনার জন্য খুবই গরুত্বপূর্ণ।

s-4.png

চতুর্থ ধাপে উপরের তথ্যগুলো দেয়ার পর, থ্রি স্পিক আপনার ই-মেইল এ একটি মেইল পাঠাবে, যেটা ওপেন করার মাধ্যমে পরবর্তী ধাপের কাজ সম্পন্ন করতে হবে আপনাকে। তাই আপনার ই-মেইলটি ওপেন করুন।

s-5.png

পঞ্চম ধাপে আপনার ইমেইল টি ওপেন করার পর তার ভেতরে একটি লিংক দেয়া আছে সেখানে ক্লিক করুন এবং আপনার নিউ একাউন্টটি ভেরিফাই করুন। এখানে ক্লিক করার পর আরো একটি পেজ ওপেন হবে।

s-6.png

ষষ্ঠ ধাপে লক্ষ্য করুন থ্রি স্পিক এর পেইজ ওপেন হয়েছে এবং সেখানে আপনার ইউজার আইডি প্রদর্শন করছে। এর মানে হলো আপনার থ্রি স্পিক এর আইডি ওপেন হয়ে গেছে। তবে একটা বিষয় এখনো বাকি রয়েগেছে, আর সেটা হলো আপনার হাইভ একাউন্ট এর সাথে এর সংযোগ তৈরী করা।

s-7.png

সপ্তম ধাপে আপনার নামের পাশে ক্লিক করলে নতুন একটু ট্যাপ ওপেন হবে, উপরে দেখানো চিত্রের মতো। সেখানে ক্লিক করে এ্যাড একাউন্ট এ পুনরায় ক্লিক করুন।

s-8.png

অষ্টম ধাপে আপনি এখানে দুইটি অপশন দেখতে পাবেন, প্রথমটি হলো যদি আপনার পূর্বের হাইভ একাউন্ট থাকে সেটার জন্য। আর দ্বিতীয়টি হলো যদি আপনি নতুন হাইভ একাউন্ট ওপেন করে এই থ্রি স্পিক আইডির সাথে সংযোগ করতে চান। আপনার হাইভ একাউন্ট তৈরী করা থাকলে প্রথম অপশনটি ক্লিক করুন।

s-9.png

প্রথম অপশনটিতে ক্লিক করলে আরো একটি পেজ ওপেন হবে, সেখানেও একইভাবে প্রথম অপশনটি নির্বাচন করুন।

s-10.png

তারপর আপনার পুরনো হাইভ একাউন্টটি টাইপ করুন, যে হাইভ একাউন্ট এর সাথে থ্রি স্পিক আইডিটি সংযোগ করতে চান।

s-11.png

পরের ধাপে আপনাকে আপনার হাইভ একাউন্ট এর এ্যাকটিভ কি দিতে হবে। তা না হলে আপনি ভিডিওটি হাইভ পেইজ এ আসবে না। সুতরাং এখানে কোন ভুল করা যাবে না। এরপর আপনার আইডি সংযোগ এর কাজ শেষ হবে যাবে।

বন্ধুরা, এখানে আমি দেখানোর চেষ্টা করেছি, একজন হাইভ ব্যবহারকারী কিভাবে থ্রি স্পিক এই আইডি খোলবে এবং সেই আইডটি কিভাবে হাইভ একাউন্ট এর সাথে সংযোগ তৈরী করবে। পরবর্তীতে আমি থ্রি স্পিক এ ভিডিও কিভাবে আপলোড করতে হয়, সেটা উপস্থাপন করার চেষ্টা করবো।

নিজের ভাষায়, নিজের কথা-নিজের অনুভূতি শেয়ার করুন। বিশ্বজুড়ে বাংলাকে উপস্থাপন করার চেষ্টা করুন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

222.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 years ago  ·  

ভাই blurt এ্যাকাউন্ট এডড করা যাবে না এখানে?
মানে ভিডিও blurt এ সরাসরি আসবে নাকি ইউটিউব থেকে আনতে হবে?

  ·  4 years ago  ·  

na vai sorasori blurt e ashbe na

  ·  4 years ago  ·  

I know its confusing but #blurtutorials :)