বিকালে কাটানো সময়টা(২৩/০৭/২০২১.)....

in blurtstory •  3 years ago 

আসসালামু আলাইকুম,


এবারের ঈদের আনন্দটা তেমন উপভোগ করা হয় নাই। কারণ শরীরটা তেমন ভালো না, তাই ঈদের দিন বা তার পরের দিন বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠে নাই। আমার বোন, দুলাভাই এবং আমার চাচাতো বোন এবং দুলাভাই আজকে বললো বিকালে ঘুরতে যাবে। প্রথমে অবশ্য বললাম শরীর ভালো না যাব না, কিন্তু পরে বললাম যাব। যেহেতু এবার তেমন বাইরে ঘুরতে যাওয়া হয় নাই। বিকালে আসরের নামাজ পরে বাসায় এসে দেখি সবাই রেডি খালি আমি বাদ।যাহোক তারাতারি রেডি হয়ে গেলাম।এরপর সবাই মিলে বেরিয়ে পড়লাম। তবে বের হবার সময় আকাশের দিকে তাকালাম, দেখলাম বেশ মেঘলা আকাশ। ঘন সাদা কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। মনে মনে ভাবলাম আজ মনে হয় বেড়ানো হবে না।কিন্তু কাউকে আর বললাম না সবার সাথে হাটতেঁ থাকলাম।


IMG_20210723_212413_223.jpg

মেঘলা আকাশ
Devices : Itel vision 1.


যা হোক কিছুটা পথ হাটলাম।এরপর আমাদের এখানে লালন বাজারে গেলাম।ওখান থেকে একটা ভ্যান ভাড়া করলাম। সবাই খুব বেশি ভাড়া চাচ্ছিল। কি আর করার বেড়াতে যেতে যেহেতু হবে তাই ভাড়া করলাম। আমরা মোট ছয় জন ছিলাম।আমরা আমাদের পাশের গ্রামেই যাব একটা চায়ের দোকানে চা খেতে। ওখানকার চা বেশ নাম করা। সেখানে দুধ চা এবং পোড়া পাউরুটি পাওয়া যায়। আমি মাঝে মাঝে সেখানে চা খেতে যায়। ভ্যানে কিছু দূর যাওয়ার পরই শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। এদিকে চারিদিকে অন্ধকার হয়ে আসতে লাগলো।হালকা বৃষ্টি হচ্ছিল। ভিজতে ভিজতেই সেখানে গেলাম। কিন্তু আমাদের কপাল পুরা গতকাল পুলিশ এসে দোকানটাকে বন্ধ করে দিয়েছে। আমরা সেটা জানতাম না। কারণ ওখানে প্রতিদিন অনেক লোক চা খেতে আসেন। এই মহামারির কারণে লকডাউন চলছে তাই পুলিশ দোকানটা বন্ধ করে দিয়েছে।


কি আর করার বলুন, ওখানে যাওয়ার পর শুরু হলো খুব জোরে বৃষ্টি। আমরা ওখানে গিয়ে দেখি আমাদের মতো আরও অনেকে চা খেতে গিয়ে দারিয়ে আছে। তাদেরও আমাদের মতো কপাল খারাপ। চা খেতে এসেও চা খেতে পারল না। বৃষ্টির কারণে সবাই এসে দারিয়ে আছে। আমরা ওখানে দারিয়ে থাকলাম। কেউ এসেছে বন্ধুদের সাথে আবার কেউ নিজের পছন্দের মানুষের সাথে। অনেকে অনেক দূর থেকে এসেছেন এখানে চা খেতে।


IMG_20210723_212430_674.jpg

আমি, দুই বোন এবং ভাইয়ের মেয়ে
Devices : Itel vision 1.


বৃষ্টি যেন মনে হলো আজকে আর থামবে না। এদিকে সন্ধা লেগে যাচ্ছে। বাসায় আসা লাগবে। বৃষ্টি কিছুটা যেই থামলো আমরা আবার ভ্যানে চড়ে বসলাম বাসায় আসার জন্য। কিছুটা পথ আসার পরই শুরু হলো আবার বৃষ্টি। বৃষ্টির মধ্যে আসতে বেশ ভালোই লাগছিল।সবাই অনেক মজা করছিলাম বৃষ্টির মধ্যে আসার সময়।আমরা সবাই প্রায় ভিজে গোসল করে ফেলেছি। যাকে বলে শেয়াল ভেজা। ভিজতে ভিজতে প্রায় বাসার কাছে চলে আসলাম। তখন ভ্যান থেকে নেমে পরলাম।এরপর বাকি পথটুকু সবাই ভিতজে ভিতজে বাসায় আসলাম।সন্ধা হয়ে গেছিল তাই ছবি তুলতে পারি নাই। যাও তুলেছিলাম সেটা অন্ধকার দেখা যাচ্ছিল।


IMG_20210723_212445_281.jpg

বৃষ্টিতে ভিজে বাসায় আসার সময়


এরপর মাগরিবের পর বাসায় চলে আসলাম। বাসায় এসে আগে ভেজা পোশাক পাল্টালাম। এরপর শুকনা কাপুড় পড়লাম। আজকের বিকালটা সব সময় মনে থাকবে। ঘুরতে বেরিয়ে বৃষ্টিতে ভিজে বাসায় ফিরলাম। কিছুটা খারাপ লাগলেও বৃষ্টিতে ভিজে সবার সাথে মজা করার আনন্দটা আজকে উপভোগ করলাম।আমার আজকের বিকালটাকে বেশ ভালো কাটল। তবে জানি না বৃষ্টিতে ভেজার কারণে আমার শরীরটা আবার বেশি খারাপ না হয়ে যায়। বিকালে কাটানো কিছুটা সময়ের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।


ধন্যবাদ সবাইকে আমার পোষ্টটা পড়ার জন্য।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Hi, @rasel8,

Thank you for your contribution to the Blurt ecosystem.


Please consider voting for the witness @symbionts.
Or delegate to @ecosynthesizer to earn a portion of the curation rewards!

  ·  3 years ago  ·  

Thank you.

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell. También, encuéntranos en Discord