Real Life

in blurtstory •  4 years ago 

Anklets cost a thousand rupees, but in its place.
The price of the tip is one taka but its place is in the forehead ,,,,,
History has shown that Nune never caught insects, but
Sweet every day, ants do not leave.
The dead are remembered by lighting candles, r
Birthdays are celebrated by extinguishing candles.
People do not want to go straight and go the wrong way
Everyone is more interested. ------
That's why the wine seller doesn't have to go to anyone, anymore
The milk seller has to go to Bajao. We always tell the seller
He did not mix water, but people drink water mixed with alcohol.
That's all I've known people to this day, the beast said
He gets angry but is happy to say tiger cub. But
Both are baby animals !!!!
People are weird ,,,,,,
4587.jpg
নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে।
টিপের দাম এক টাকা হলেও তার স্বথান কপালে,,,,,
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু
মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিপঁড়াও ছাড়ে না।
মোমবাতি জ¦ালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর
মোমবাতি নিভিয়ে জন্মদিন পলন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না আর বাকা পথে
সবারই আগ্রহ বেশি। ------
সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর
দুধ বিক্রেতাকে বাজাওে যেতে হয়। আমরা বিক্রেতাকে সর্বদা বলি
পানি মেশাননি তো, অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায়।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে
ক্ষেপে যায় কিন্তু বাঘের বাচ্ছা বললে খুশি হয়। অথচ
দুটোই পশুর বাচ্ছা!!!!
মানুষ বড়ই আজব,,,,,,

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!