Real History

in blurtstory •  4 years ago 

I told him, "Friend, if anyone knows you well after your parents, that's me," but he immediately denied it and said, "Parents don't know as much as you know!"
Dude, I never imagined you would have to write this. I still feel like I'm in a dream, you'll come back and react haha to all my pictures. When I give a very serious post, you will still react haha and say "If everyone reacts profit then what is the difference between them and me? Am I not a little different ??"
Actually, brother, you are not completely different.
If you hadn't picked up the grenade that fell from the soldier's hand in yesterday's grenade firing, you probably wouldn't have had this fate. But a few more people there would have died. You risked your own life and what a wonderful way to screw people over. Maybe if the grenade hadn't exploded, no one would have known how much risk you had taken. This is the first time I've read a book on the subject, and it's the first time I've read a book on the subject, and it's the first time I've read a book on the subject, and it's the first time I've read a book on the subject.

You have always had a penchant for uniforms. I always say "Mama, when will I read that? Three years is not the end" !! You left wearing that uniform !!
Honestly, I can write about you day after day, night after night, but my writing will never end. I have seen many posts on Facebook since I heard the news of your accident yesterday but I did not have the courage to write it myself. But today, when your coffin was decorated with the national flag, I felt a little stronger. We have to die one day, how many people die such a hero ??
I feel very proud, very lucky to have a brother like you in my life. That left me waiting for the most honorable death.
At any central class or movie show you would say to me "Dude, put a place next to you" ..
I hope inshaAllah Allah will accept your death as a martyr and today I also told you "Dude, put a place next to you"
And do not call those who are slain in the way of Allah dead; Nay, they are alive, but ye perceive not '(Surat al-Baqara, 154)
"Cowards die many times before their death, valiant never dies but once"
May Allah grant u jannah my brother..❤️❤️

ssssssssssssss.jpg

তাকে বলেছিলাম, " দোস্ত তোর মা বাবার পর তোকে যদি কেউ ভালোমতো চেনে এবং জানে সেটা কিন্তু আমিই" কিন্তু সে পরক্ষণেই সেটা অস্বীকার করল এবং বলল "নারে বাবা-মাও অতটা জানে না যতটা তুই জানোস!"
বন্ধু,তোকে নিয়ে এই লেখা লিখতে হবে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার এখনও মনে হচ্ছে আমি একটি স্বপ্নের ঘোরে আছি, একটুপর তুই আবার আসবি আর আমার সব ছবিতে হাহা রিঅ্যাক্ট করবি। যখন আমি খুব সিরিয়াস পোস্ট দিব ,তখনও তুই হাহা রিঅ্যাক্ট করবি আর বলবি "সবাই যদি লাভ রিয়েক্ট দেয় তাহলে ওদের সাথে আমার পার্থক্যটা কি? আমি একটু ডিফারেন্ট না??"
আসলেই ভাই, তুই একটু না পুরোপুরি ডিফারেন্ট।
গতকালের গ্রেনেড ফায়ারিং এ সৈনিকের হাত থেকে পড়ে যাওয়া গ্রেনেড তুই যদি নিজের হাতে উঠিয়ে না নিতি তাহলে হয়তো তোর এই পরিণতি হতো না। তবে সেখানে থাকা আরো কয়েকজন মৃত্যুঝুকিতে পড়ে যেত । তুই নিজে মৃত্যুঝুঁকি নিলি এবং কি সুন্দর ভাবে অন্যরা বেঁচে গেল। হয়তো গ্রেনেডটা ব্লাস্ট না হলে কেউ জানতেই পারতো না কতটা ঝুঁকি তুই নিয়েছিলি। মিলিটারি একাডেমিতে রপ্ত করা শেষ লাইনের যথার্থতা তুই আবারো প্রমাণ করলি... "Your own ease and comfort comes last, always and every time" তুই কিন্তু চাইলে এই ঝুঁকিটা নাও নিতে পারতি, কিন্তু তুই নিলি ।ওই যে "ডিফারেন্ট"।
ইউনিফর্ম এর প্রতি তোর বরাবরই প্রচুর ঝোঁক ছিল। সব সময় বলতি "মামা কবে পড়বো রে ওইটা? তিন বছর তো শেষই হয় না"!! সেই তুই ই ইউনিফর্ম পরা অবস্থায় চলে গেলি !!
সত্যি কথা বলতে কি আমি চাইলে দিনের পর দিন রাতের পর রাত তোকে নিয়ে লিখতে পারব ,কিন্তু আমার লেখা কখনোই শেষ হবেনা। কালকে তোর এই দুর্ঘটনার খবর শোনার পর থেকেই অনেক অনেক পোস্ট দেখেছি ফেসবুকে কিন্তু নিজে লেখার সাহস পাইনি। তবে আজ যখন তোর কফিনটি জাতীয় পতাকা দিয়ে সাজানো হলো আমি যেন কিছুটা শক্তি পেলাম । মরতে তো আমাদের একদিন হবেই ,এমন বীরের মৃত্যু কয়জন পায় বল?? মনে হল আমি অনেক গর্বিত, অনেক ভাগ্যবান যে তোর মত একটা ভাই পেয়েছিলাম জীবনে। যে কিনা সর্বোচ্চ সম্মানজনক মৃত্যু নিয়েই আমাকে অপেক্ষায় রেখে চলে গেল।
যেকোনো সেন্ট্রাল ক্লাস কিংবা মুভি শো হলে তুই আমাকে বলতি "দোস্ত ,জায়গা রাখিস তোর পাশে "..
আমি আশা করি ইনশাআল্লাহ তোর এই মৃত্যু আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নিবেন আর আজ আমিও তোকে বললাম "দোস্ত ,জায়গা রাখিস তোর পাশে"
'আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝনা' (সূরা বাকারা- ১৫৪)
"Cowards die many times before their death, valiant never dies but once"
May Allah grant u jannah my brother..❤️❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 years ago  ·  

Welcome to the Blurt! Please follow us on twitter- https://twitter.com/blurtofficial. Join our Official Discord server- Here

  ·  4 years ago  ·  

A warm welcome!
I wish you a good time on our blogchain.
If you are interested in a delegation (1500 Blurtpower for one month), feel free to participate in my raffles. You will find everything you need to know in my raffle posts. See you there :)