New History

in blurtstory •  4 years ago 

? .. A lazy young man living aimlessly ..! There is no AIM in life. Let's see what will happen.

I am a very simple and more ordinary person .. So, I am a very antisocial person, I don't like urban people anymore. It feels so good to be alone. Do as you please, do whatever you want ...

I am an unknown traveler on the path of life. I have reached far by walking. Sometimes looking back, some happiness, some sorrow and some memorable small moments peek out the window of the mind. Memories make fun of me whenever they get a chance. And I look at the memories helplessly and laugh like a brazen one.
What else do I have to do? I am helpless to the cruel reality. Yet with the passage of time and the necessities of life I see some real and imaginary dreams. In this life flowing like a river, sometimes waves come, arrows break and arrows form again. I think this is life.

?..উদ্দেশহীন ভাবে বেচে থাকা এক অলস যুবক..! জীবনের কোনো এইম নাই। যা হবে দেখা যাবে নীতিতে চলি।
আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।.. তাই, আমি অত্যন্ত অসামাজিক লোক, শহুরে লোকের প্যাচ আর ভাল লাগে না। একা থাকতেই তাই ভাল লাগে। নিজের মত চলি, ..যা খুশি তাই করি ...

254.webp

17.jpg

56.jpg
Source

জীবন পথে চলার এক অচেনা পথিক আমি। হাটি হাটি পা পা করে অনেক দূর পৌছে গেছি। মাঝে মাঝে পিছনে ফিরে তাকাই কিছু সুখ কিছু দু:খ আর স্মরনীয় কিছু ছোট ছোট মুহুর্ত মনের জানালায় উকি দেয়। স্মৃতি গুলো সুযোগ পেলেই আমার সাথে বিদ্রূপ করে। আর আমি নিরুপায় হয়ে স্মৃতি গুলোর দিকে তাকিয়ে বেহায়ার মত হাসতে থাকি। এ ছাড়া আর কি করার আছে আমার। নিষ্টুর বাস্তবতার কাছে আমি অসহায়। তবু সময়ের টানে আর জীবনের প্রয়োজনে কিছু বাস্তব আর কাল্পনিক স্বপ্নদেখি। নদীর মত বহমান এই জীবনে মাঝে মাঝে ঢেউ আসে , তীর ভাঙ্গে আবার তীর গড়ে । আমার কাছে মনে হয় এটাই জীবন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!