এই ম্যাচে আর ৩ উইকেট নিতে পারলে টেস্ট ক্যারিয়ারে ১০০ উইকেট পূরণ হবে মেহেদী হাসান মিরাজের

in blurtsport •  4 years ago 

FB_IMG_1612617327869.jpg

সেই সাথে তিনি হয়ে যাবেন বাংলাদেশীদের ভেতর দ্রুততম ১০০ টেস্ট উইকেটের মালিক। বর্তমানে মিরাজ তার ২৩তম টেস্ট ম্যাচ খেলছেন।

ম্যাচ সংখ্যায় টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের মালিক অস্ট্রেলিয়ার জর্জ লোহম্যান। তিনি মাত্র ১৬ ম্যাচেই এই রেকর্ড স্পর্শ করেন। যদিও তার সময়ব্যাপ্তি ছিলো ৯ বছর ২৪১ দিন!

আর সময় বিচারে টেস্টে দ্রুততম ১০০ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন এবং ইংল্যান্ডের গ্রায়েম সোয়ান। দুইজনেই অভিষেকের মাত্র ১ বছর ২৫০ দিনের মাঝেই এই রেকর্ড নিজেদের করে নেন। এবং উভয়েই ১০০ উইকেট নিতে খেলেছিলেন ২৩ টি করে ম্যাচ।

নোটঃ বাংলাদেশী বোলারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেটের মালিক তাইজুল ইসলাম। নিজের ২৫তম ম্যাচে ১০০ উইকেটের মালিক হন তিনি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!