বন্ধুরা, এই মুহুর্তে আমি খুবই চমৎকার সময় পার করছি, কারন দীর্ঘ দিন পর ব্যাডমিন্টন টুর্নামেন্ট চালু হয়েছে, আর এটা শুধু আমাকে নয়, বরং দেশের সকল ব্যবডমিন্টন খেলোয়াড়দের আনন্দিত করেছে। আসলে করোনা পরবর্তীতে সময়ে আমরা সবাই চেষ্টা করছি জীবনের গতিকে সাভাবিক করার। কিন্তু সকল ক্ষেত্রে সেই পরিবেশ তৈরী করা সম্ভব হচ্ছে না।
Friends, at this moment I am having a very nice time, because after a long time the badminton tournament has started, and it has delighted not only me, but all the badminton players in the country. In fact, the next time we all try to normalize the pace of life. But in all cases it is not possible to create that environment.
কারন করোনা কালীন সময়ের কষ্টটা এবং লকডাউনের সময় মানুষের জীবনে যে আতংক বিড়াজ করেছে, সেটাকে কাটিয়ে উঠা সহজ কোন বিষয় না। তবে হ্যা, মানুষ দারুনভাবে চেষ্টা করছে, সেই কষ্টকর স্মৃতিগুলো ভুলে থাকার। কিন্তু সমস্যা হলো, জীবনের সুখের সময়গুলো কিংবা স্মৃতিগুলো মানুষ যত সহজে মনে রাখতে পারে, কঠিন সময়ের স্মৃতিগুলো ভুলে যাওয়াটা ততো বেশী কঠিন হয়ে যায়।
Because it is not an easy thing to overcome the hardships of the Corona period and the panic in people's lives during the lockdown. But yes, People are trying hard to forget those difficult memories. But the problem is, the easier it is for people to remember happy times or memories, the harder it is to forget them.
তবে এই ক্ষেত্রে আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনকে আন্তরিক ধন্যবাদ জানাবো, কারন তাদের আন্তরিকতার কারনে করোনা পরবর্তী সময়ে এই রকম একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন শুরু থেকেই খেলোয়াড়দের ব্যাপারে বেশ আন্তরিক ছিলো। যার কারনে করোনা পরবর্তী সময়ে তারা নানাভাবে চেষ্টা করেছে, খেলোয়াড় পুনরায় মাঠে ফিরিয়ে আনার এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তাদের কার্যকর করার।
However, in this case, I would like to express my sincere thanks to the Government of Bangladesh and the Bangladesh Badminton Federation, because of their sincerity, it has been possible to organize such a badminton tournament in the future. The Bangladesh Badminton Federation has been very sincere about the players from the very beginning. Which is why Corona later tried many ways to get the players back on the field and make them effective by organizing badminton competitions.
তাই সকল স্বাস্থ্যবিধি এবং করোনার সতর্কতা মেনে নিয়ে, শান্তিপূর্নভাবে এই প্রতিযোগিতাটির আয়োজন করেন। এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর জন্য এই প্রতিযোগিতাটি তার নামে উৎসর্গ করা হয়েছে। তার সাথে সাথে বছরের শেষ প্রতিযোগিতা হিসেবে এখানে খেলোয়াড়দের র্যাংকিং করার সুযোগ দেয়া হয়েছে। সুতরাং বছরের শেষ প্রতিযোগিতা হিসেবে এটি ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপুর্ণ একটি প্রতিযোগিতা।
So, following all the hygiene rules and Corona's warnings, he organized the competition peacefully. It is worth mentioning here that this competition has been dedicated to the birth centenary of Bangabandhu, the best Bengali of all time and the father of the nation. Along with that, as the last competition of the year, the players have been given a chance to be ranked here. So as the last competition of the year it is a very important competition for badminton players.
তবে আজকের এই লেখায়, আমি ব্যাডমিন্টন প্রতিযোগিতার টির উদ্বোধন হওয়ার পূর্বের কিছু দৃশ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। কারন খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য এবং তাদেরকে আরো বেশী অনুপ্রাণিত করার লক্ষ্যে ব্যাডমিন্টন ফেডারেশন ইভেন্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে খুব জাঁকজকম করার চেষ্টা করেছে। এটাকে আমি ভালো দৃষ্টিকোন থেকে দেখছি।
However, in today's article, I have tried to present some scenes before the opening of the badminton competition. Because the Badminton Federation has tried to make the players very confident through event management in order to maintain their confidence and inspire them more. I see it from a good perspective.
বেঁচে থাকার জন্য আনন্দ, জীবনের জন্য খেলাধূলা। কারন জীবনকে আরো বেশী আনন্দময় করে তোলার ক্ষেত্রে খেলাধূলা দারুণভাবে কাজ করে। আর তাই বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন দারুনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাথে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
Joy for survival, sport for life. Because sports work great to make life more enjoyable. And so the Bangladesh Badminton Federation is continuing its efforts. And I feel blessed to be associated with the Bangladesh Badminton Federation.
All Photos captured by me though MI Redmi S2 Smartphone.
Thanks all for visiting my writing.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
Connect with Discord: hafizullah#3419