আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা প্রকৃতির মাঝে সব সময় হারিয়ে থাকি। খুজি প্রকৃতির অপরূপ রূপকে। আজকে এমনই কিছু প্রকৃতির সৌন্দর্যের ছবি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার নিজের ফোন দিয়ে আমার তোলা কিছু ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করব।আশা করি ছবিগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন দেখে আসি-
Device : Itel vision 1.
আমরা হয়ত অনেকেই পেঁপে খেয়ে থাকি। অনেকের আবার কাচাঁ পেঁপে খুব প্রিয়। তবে কেউ কি কখনও খেয়াল করেছেন। পেঁপের যখন ফুল ফোটে তাতে কত সুন্দর দেখা যায়। খুলগুলো এক এক সময় এক এক ধরনের রূপ লাভ করে। যা আমাদের মনকে ছুয়ে যায়। আমি এই সুন্দর দৃশ্যটা সেদিন বৃষ্টির পরে উপলব্ধি করেছিলাম। বৃষ্টির পরে পেঁপের ফুলের উপর পানি পড়ায় এটা যেন এক নতুন সাজে সেজেছে। যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই আমি আমার ক্যামেরায় সেই সৌন্দর্যটা ক্যামেরা বন্দি করলাম। আসলে প্রকৃতি সব সময় অপরূপ রূপে সাজে।আমি এখানে পেঁপের বিভিন্ন ধরনের ছবিগুলো শেয়ার করেছি। আশা করি সবার ভালো লাগবে।
Device : Itel vision 1.
এই ফুলটার নাম আমাদের অজানা নয়। ফুলটা সকালে ফুটলে বিকালেই আবার চুপসে যায়। এটা আমাদের বাড়ীর বাগানের ফুল। ফুলটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে অনেকটা মাইকের মতো।
Device : Itel vision 1.
এটা হলো বেলি ফুলের কড়ি।ফুল ফোটার আগে এভাবে কড়ি সৃষ্টি হয়।তারপর সেগুলো থেকে ফুল ফোটে।এই ফুলের সুভাষটা আমার খুবই ভালো লাগে।এটা আমাদের বাসায় ছিল। এটা রাতের বেলাতে বেশি সুভাস ছাড়ে। বাড়ী যেন সুন্দর শুভাসে মৌ মৌ করে। আবার কয়েকদিন ফুলটা থাকার পর ঝরে যায়।
Device : Itel vision 1.
এটা হলো তেলাকুচির ফল। ফল পাকার পর অর্ধেকটা পাখিতে খেয়ে ফেলেছে। তারপর আমি ছবিটা তুলেছিলাম। ফলটা দেখতে খুব সুন্দর লাগছিল।
Device : Itel vision 1.
এটা হলো করলার ফুল। আমরা অনেকেই করলা খেতে খুবই ভালো বাসি। তবে আমার পছন্দ হয় না। কারণ এটা অনেক তিতা। ফুলগুলো হলুদ কালারের হয় এবং অনেক ছোট হয়।
আমি আমার নিজের তোলা কিছু ফোটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি ভালো লেগেছে। আমি আজকে কিছু ফুলের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন-সুস্থ থাকবেন।আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা দেখার জন্য।