আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। হাজির হয়ে গেলাম, আপনাদের সামনে আমার নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদেরকে আমার তোলা কিছু উদ্ভিদের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-
আমাদের বাসা বাড়ীতে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায়, ইটের দেওয়ালে সবুজ জাতীয় কিছু একটা দেখতে পায়। এটাকে আমরা শ্যাওলা বলে থাকি। এটা অনেক পূরাতন বিল্ডিং, যেখানে পানি বেশি জমে থাকে বা যেখানে পানির কাজ বেশি করা হয়। সেখানে এই ধরনের শ্যাওলা বা সবুজ উদ্ভীদ দেখা যায়। এগুলো বেশি বড় বড় হয় না। দেওয়ালের সাথে চাদরের মতো আটকে থাকে। মাঝে মাঝে এগুলো পরিষ্কার করলেও আবারও কয়েকদিন পর দেখা যায়। আজকে এমনই কিছু শ্যাওলার ফটোগ্রাফি করেছি। আশা করি ভালো লাগবে।
Device : Itel vision 1.
w3w link
আমি যে ম্যাচে থাকি সেখানে ফাকা জায়গায় একটা ট্যাপ আছে। যেখানে বিভিন্ন ধরনের ধোওয়া, বা গোসল করা হয়। সেজন্য সেখানকার দেওয়ালে শ্যাওলা জমে আছে। কোনো কোনো জায়গায় পাইপের গা বেয়ে ছোট ছোট গাছও সৃষ্টি হয়েছে। আমার কাছে দেখতে বেশ ভালোই লাগে। ছবিগুলো সব আমি আমার ম্যাচ থেকে তুলেছি।
আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।
ভাই আপনি 900 পাওয়ার ডেলিগেট করছেন। কিন্তু এখানে সর্বনিম্ন 1000 ডেলিগেট করতে হবে। তাই আপনি আপনার ডেলিগেট উঠিয়ে নিতে পারেন।
ভাইয়া আমি দুঃখিত। আমি ডেলিগেশন ৯০০ আরও বাড়াতে গিয়ে খালি ৯০০হয়ে গেছে। কিন্তু বিষয়টা আমি বুঝতে পারি নাই। কিভাবে ঠিক করব। যদি একটু বলে দেন। ভালো হয়।