কুকুর যেমন মানুষের ভক্ত,বিড়াল তেমনি জায়গার ভক্ত৷ এই সাধারন কথাটির ভিতর কিছু সত্য আছে ৷ কুকুর তার প্রভুকে যে কোন জায়গায় অনুসরণ করে ৷ কিন্তু বিড়াল যে বাড়িতে থাকতে অভ্যস্ত, সেই বাড়িতেই থেকে যায় ৷ এমন কি বাড়িটি যদি অন্যের হাতে যায় তাহলে বাড়ির নতুন মালিক যতহ্মন পর্যন্ত বিড়ালের প্রতি সদয় থাকে ততহ্মন সে সেখানেই থেকে যায় ৷ মানুষের প্রতি কুকুরের যে প্রতিভক্তি আমরা উপলদ্ধি করি তা আমাদের অনেক একে ওপরের ভালোবাসা অনুভব করতে পারি ৷ কুকুরের মতো বিড়াল ব্যাক্তি বিশেষের প্রতি অনুরাগ দেখাতে পারে না ৷ সাধারনত বিড়াল যেদিকে আরাম পায় এবং খাবার পায় সেদিকেই চলে যায় ৷ কুকুরের আর বিড়ালের মধ্যে এগুলোই পার্থক্য লহ্ম্য করা যায় ৷
বিড়ালের বেপারে কিন্তু একটু আলাদা বিড়াল অনেক সময় দেখা যায় বাড়ির খাবার চুড়ি করে খেয়ে ফেলে ৷সব বিড়ালের হ্মেএেই এমনটাই হয় ৷ বিড়াল পোষ মানে ঠিক কিন্তু মানুষের প্রতি যে একটা ভালোবাসার অনুভুতি বা প্রতিভক্তি এটা কিন্তু তাদের নেই ৷ বিড়াল কিন্তু তার প্রভুকে যে কোন জায়গা থেকে অণুসরন করে না ৷ বিড়াল ঠিকই তার খাবার খেয়ে অন্য দিকে পথ অনুসরণ করে ৷