হ্যালো বন্ধুরা আমি @biplobpk বাংলাদেশ থেকে 🇧🇩🇧🇩 ৷ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ৷ তো আজকে শুরু করা যাক..
আমি একটি সুন্দর পাখি ধরেছিলাম দেখতে অসম্ভব সুন্দর এই পাখিটি নাম হচ্ছে আমপাড়ো এরা দেখতে প্রায় কবুতর এর মত এদের শরীরের রং এবং এদের চোখ গুলা দেখতে অনেক সুন্দর ৷ এই পাখি গুলা খাওয়া যায় তাই তাই এই পাখি গুলা দেখতে পেলে মানুষ সীকার করে থাকে এবং ধরে খেয়ে ফেলে ৷ আমার জানামতে এই পাখি গুলা নাকি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে ৷
কিন্তু এই পাখি গুলা অনেক চালাক হয়ে থাকে কোনরকম শব্দ পেলে এরা ঝাক বেধে পালিয়ে যায় খুব তারাতারি আর ঝাক বেধে এরা গাছের ডালে এসে পড় ফল খাওয়ার জন্য ৷ এদের ধরা অতটা সহজ হয়ে পড়ে না ৷
কয়েক দিন পর আবার আমি আরেক টি পাখি দেখি সেই পাখিটি মাটিতে পড়ে ছিল ৷ সে উড়তে পারছিল না দেখে খুবই মায়া লাগলো ৷ কারন এই ছোট পাখিটি এইখানে থাকলে হয়ত কোন বড় প্রানী মেরে বা খেয়ে ফেলতে পাড়ে ৷ এই ভেবে পাখিটিকে হাতে তুলে তাকে পরিস্কার করে দিলাম এবং ভাবলাম পাখিটাকে কোথায় রাখা যায় ৷
পরে ভাবলাম কোন গাছে বা খড়ের জায়গায় রাখলে পাখিটার মা তাকে ঠিকি খুজে বের করবে ৷ সবকিছু ভেবে আমি পাখিটাকে পাশের খড়ের পুন্জিতে রাখলাম যাতে করে পাখিটার মা তার ছোট বাচ্ছাকে খুব সহজেই খুজে বের করতে পারে ৷
THANKS FOR MY VISITING BLOG