বাংলাদেশ ক্রিকেট

in blurtlove •  3 years ago 

Screenshot_20220106-202106.png

নিউজিল্যান্ডের এই দলটা বর্তমান আইসিসি টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন।মাত্র মাস ছয়েক আগে সাউদাম্পটনে ভিরাট কোহলির ভারতকে ৮ উইকেটে গুড়িয়ে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে নিউজিল্যান্ড।সেই দলটা আবার ঘরের মাটিতে টানা ১৭ টেস্ট অপরাজিত।এর মধ্যে সর্বশেষ ৬ টা টেস্ট ম্যাচ টানা জিতেছে।শুধু বাংলাদেশ নয়,নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে খেলতে এলে দক্ষিণ এশিয়ার সব দলই বিপদে পড়ে।শেষ ১১ বছরে এখানে কোন দক্ষিণ এশিয়ান দল টেস্ট ম্যাচ জেতে নি।ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা একাদশটার ৮জন খেলোয়াড়ই ছিলেন এই দলটায়।ওই ম্যাচে যে নিউজিল্যান্ডের যে পেস চতুষ্টয় মিলে ভারতের ২০ উইকেট নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট,নেইল ওয়াগনার,কাইল জেমিসন এবং টিম সাউদি...এই ম্যাচেও তারাই খেলেছেন।ফাইনালে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ফাইনাল হওয়া কাইল জেমিসন এই টেস্টে ৪০ ওভার বোলিং করে নিতে পেরেছেন মাত্র ২ উইকেট।অন্যদিকে বাংলাদেশ এই ম্যাচটা খেলেছে নিজেদের সেরা তিন তারকা ছাড়াই..সাকিব আল হাসান,তামিম ইকবাল,মোস্তাফিজুর রহমান।টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসান আর তামিম ইকবাল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নির্ভরতার জায়গা।অন্যদিকে মাস কয়েক আগে হুট করে আরেক বর্ষীয়ান ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও অবসর নেওয়ায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার ছিলো পুরোপুরি অনভিজ্ঞ এবং তারুণ্য নির্ভর।এমন একটা তারুণ্য নির্ভর দল নিয়ে নিউজিল্যান্ডের ঘরের মাটিতে এমন বিশ্বজয়ী একটা দলকে হারানোর মহিমা যে কি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না....
Screenshot_20220106-202122.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  


** Your post has been upvoted (2.36 %) **

Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote