আমার প্রিয় বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul
আজ মঙ্গলবার, ৮/৩/২০২২
আসসালামু আলাইকুম
আশা করি সবাই অনেক ভালো আছি। আমিও অনেক ভালো আছি। তার পরও করোনা \ওমিক্রন এর হাত থেকে বাচার জন্য। সব সময় আমাদের খুব সাবধানে চলা ফেরা করতে হবে এবং সবাই এক যোগে মাক্স পরে বাইরে বের হব ইনসায়াল্লাহ।
বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই গাছ গুলো পাওয়া যায়। কিন্তু সবাই এর মুল্য দিতে পারে না।
এখানে আমি আপনাদের মাঝে কিছু মৌলিক গাছ নিয়ে এসেছি। তা এখন বর্ননা করব।
আজ কাল আমাদের সমাজে যারা আছে তারা ভালো জিনিসের কদর করতে জানেনা। এটা কিন্তু একটা ওষুধ গাছ কিন্তু এর দাম আমরা কেউ দেয় না। যখন দরকার হয় তখন তাকে খুজে বেরায়।
এই গাছ তৈরী উপায়ঃ
প্রথম অবস্থায় আপনাকে মাটি তৈরী করে নিতে হবে। তারপর একটা টব নিতে হবে। মাটি গুলো টবের মধ্যে দিয়ে দেয়। তারপর ছোট ছোট চারা গুলো টবের মধ্যে লাগিয়ে দেয়। তার ১৫-২০ দিন নিয়মিত পানি দেয় ও সার মাটি দিতে থাকি যখন বড় হয়ে যায় সে সময় পানি অল্প করে দিলে হবে।
এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই কাজগুলো একই কোয়ালিটির কাজ কিন্তু দুটি গাছ দুই ধরনের