আমার প্রিয় বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul
আজ সোমবার , ৭/৩/২০২২
আসসালামু আলাইকুম
আশা করি সবাই অনেক ভালো আছি। আমিও অনেক ভালো আছি। তার পরও করোনা \ওমিক্রন এর হাত থেকে বাচার জন্য। সব সময় আমাদের খুব সাবধানে চলা ফেরা করতে হবে এবং সবাই এক যোগে মাক্স পরে বাইরে বের হব ইনসায়াল্লাহ।
এখন আমি আপনাদের মাঝে যে ছবিগুলো দেখেছি সেগুলো হলো পাঙ্গাস মাছ সমারোহ বা পাঙ্গাস মাছ কিভাবে খাদ্য গ্রহণ করে সেটা দেখাবো এই মাছগুলা কিন্তু অনেক ছোট ছিল তখন দেয়া হয়েছিল
এখন কিন্তু প্রায় শেষের দিকে কারণ অতিরিক্ত শীত যখন পড়ে তখন কিন্তু এই ছোট ছোট মাছগুলো খুব সহজেই মরে যায় কারণ ঠান্ডা পানি তাদের সহ্য হয় না সেসময় তাই মানুষ সব সময় ভয়ে ভয়ে মাছ চাষ করে থাকেন কারণ শীতের মধ্যে খুবই ভয়ে থাকে তারা।
যখন খুব ছোট ছিল তখন তাদেরকে সালের গুলা খাওয়ানো হতো এখন বড় হয়ে গেছে এখন এদের খাবার হিসেবেগুটি খাবার দেয়া হয়ে থাকে
Hi, @torikul,
Thank you for your contribution to the Blurt ecosystem.
Please consider voting for the witness @symbionts.
Or delegate to @ecosynthesizer to earn a portion of the curation rewards!
Thanks