আমার প্রিয় বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul
আজ সোমবার , ৭/৩/২০২২
আসসালামু আলাইকুম
আশা করি সবাই অনেক ভালো আছি। আমিও অনেক ভালো আছি। তার পরও করোনা \ওমিক্রন এর হাত থেকে বাচার জন্য। সব সময় আমাদের খুব সাবধানে চলা ফেরা করতে হবে এবং সবাই এক যোগে মাক্স পরে বাইরে বের হব ইনসায়াল্লাহ।
আজকে আমি আপনাদের মাঝে জামের পাতার মতো অংশটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলেই জামের পাতা না এটা কিন্তু একটি ঔষধি গাছ এবং আপনাদের মাঝে এটা শেয়ার করতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি
এই গাছগুলো সব সময় গাছের গোড়া থেকে পাতা বের করে এবং লাল যে অংশটি দেখতে পারছেন লম্বা মত হয়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু খুবই দারুণ একটা ওষুধ কারণেই এর দ্বারাই সচরাচর অনেক রোগ সেরে থাকে
এই গাছটি দেখে সবাই কিন্তু মনে করবে যে জামগাছ কিন্তু আসলে এটা জামগাছ নয় এটা একটা ওষুধের গাছ
এই গাছটা দেখতে এত সুন্দর লাগে যে তা বলে বোঝানো যাবে না পাতাগুলো ঠান্ডা করে রয়েছে যেন মনে হচ্ছে আলতো ছুঁয়ে গেছে শিশিরগুলো খুবই সুন্দর লাগে দেখতে এবং খুব ভালোভাবে পরিচর্যা করা লাগে এই গাছের নিয়মিত পানি দিতে হবে নিয়মিত গাছের লতাপাতা জোরে থাকলে সেগুলো ছিঁড়ে ফেলতে হবে। সবাই ভাল থাকবেন এবং লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন