নারকেল গাছের কাহিনী

in blurtlife •  4 years ago 

হেলো ব্লাড আসসালামু আলাইকুম আশা করি অনেক ভাল আছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরাও অনেক ভালোবাসি এবং আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম. আপনারা জেনারেল কাস্টে দেখতে পাচ্ছেন এটা অনেক আগের নারকেল গাছে নারকেল গাছের বহুৎ কাহিনী আছে এবং হাজার 1971এর আগের গাছ এগুলো আপনারা তো সবাই জানেন আসলে একটা নারকল গাছে নারকেল গাছের নয় নারিকেল গাছের মাথায় আমরা বন্ধুরা সবাই মিলে একটা ঘর ছিল সেখান থেকেই আমরা কিন্তু এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে
20210126_153907.jpg
একসময় এ নারকেল গাছের সাথে যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই মিলেমিশে একসাথে এই বোর্ডিং টি তে থাকতাম বোর্ডিংয়ে থাকার পরে নারীরা যখন ছোট ছিল তখন আমরা রাত্রে সবাই মিলে এই গাছে ডাব নারিকেল গুলা পেরে পেরে খাতাম সে কিন্তু আমাদের কিছুই বলতো না কারন জানে যে এখানে ছেলেরা থাকে হয়তো ওরা খাবে আমাদের গাছ যার কারণে আমরা সংস্কৃতাম সেখানে নারকেল গুলো গুলো ডাব গুলো পেটে খেতে

20210126_153950.jpg একসময় যখন আমরা এই নারকেল গাছের সাথে যে পুকুর পার্টি আছে এখানে গোসল করতাম এবং নারীর গাছের সাথে বার ভেঙ্গে ভেঙ্গে পুকুরটি আরো বড় হয়ে গেছে যখন ছোট ছিল তখন এনাকে গ্যাসের সাইড দিয়ে আমরা অনেক খেলা খেলতাম যেমন গাদি খেলা হাডুডু খেলা এদের ঘর কাটা যেত যেত কিন্তু এখন আর সেই জায়গাটুকু নাই কারণ পুকুরে মাছ চাষ হয় যার কারণে ভেঙে ভেঙে পড়ে গেছে অনেকগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে

20210126_153936.jpg

এই নারকেল গাছ নিয়ে আমাদের অনেক স্মৃতি রয়ে গেছে কারণ এজন্য স্মৃতি রয়ে গেছে যে আমরা অনেকবার তারা খেয়েছি এই না ঠিক আছে নারকেল পারতে গিয়ে এবং আমাদের অনেকগুলো স্মরণীয় ঘটনা আছে যে নারী গাছ থেকে পড়ে গিয়ে পুকুরের মধ্যে পড়েছে এমন ঘটনা ওখানে আছে এখন শীতের সময় তাই নারকেল গাছে উঠতে কষ্ট হয় যার কারণে এখন আমরা নারকেল পাড়া বাদ দিয়ে দিয়েছি এখন খেজুরের রস নিয়ে থাকি আমরা সবাই যেকোনো সময় শীতের রাতে খেজুরের রস করার চিন্তাভাবনা করেছি কিন্তু তারপরও মজা লাগে নিজে কিভাবে এই কাজগুলো উঠতাম আমরা তখন দেখো আস্তে আস্তে চোখের সামনে গাছ গুলো কত বড় হয়ে গেছে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!