শহরের দীর্ঘশ্বাস

in blurtlife •  3 years ago 

চোখ মেলে গোধূলীর শেষ সন্ধ্যায়,
কিন্তু কানে অাসে না ঝিঝির ডাক,,,
কোন পাখি ফিরছে না অাজ অাপন বাসায়,
পাখি বলতে দেখি শুধুই এক ঝাক কাক,,,

এখানেও চুল উড়ে দমকা হাওয়ায়,
কিন্তু কোথায়, সেই প্রশান্তির সিক্ত সমীরণ?
এখানেও চাঁদ স্নিগ্ধ জোস্না ছড়ায়,,,
কৃত্রিম অালোয়, জাগে কি শিরশির শিহরণ?

ইলেক্ট্রিক বাল্বের ঝলকানিতে,
এখানে হাড়িয়ে ফেলেছি সবুজ স্বর্গ,,,
জোনাকি শুধু গল্পের ছবিতে,
চারদিকে কেবল রংমাখানো মরিচ বাতির গর্ব,,,

নিস্তব্ধ রাতে দূরের জঙ্গল থেকে শেয়ালের চিৎকার,
এখানে কেবল বুজে থাকা নয়নের কল্পনা,,,
গ্রাম্য নদীর বাকে নৌকা পারাপার,
এখানে কেবল দেয়ালে টানানো এক অাল্পনা,,,

এখানেও নদী অাছে, তবে পচা বর্জ্র অার দূর্গন্ধে ভরা,,,
নদীতে মাছ কল্পনা শুধু, চরম শাস্তি বুঝি নৌকায় চড়া,,,
বিশ্বাস করি অনেক কষ্টে, এ অামাদেরই বসুন্ধরা,,,

এখানেও দিন হয়, তবে হাড়িয়েছি সেই নিকশ কালো রাত,,,
এখানেও ভোর হয়, তবে দেখি না সেই স্নিগ্ধ শীতল প্রাত,,,,
এখানেও চরম উষ্ণতায়, গরম পড়ে যেন উনুনের তাত,,,
কিন্তু শিরশিরে হাওয়ায়,মেলতে পারি না দু হাত,,,

দম বদ্ধ পরিবেশে, মানুষ বেঁচে অাছে কেবল চরম বাস্তবতায়,,,
এ যে নির্মম শহরের জীবন, মিটাতেই হবে পরিস্থিতির দায়,,,
তবুও ভাবি, এ কেমন জীবন হায়,,,
শহরের সুখ, যেন কাঁদিয়েছে নিরবতায়,,,,,

received_145471737767946.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  3 years ago  ·  

Thank you for using my upvote tool 🙂
Your post has been upvoted (0.76 %)

Delegate more BP for better support and daily BLURT reward 😉
@tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote