আমি এতটাই তুচ্ছ এই বিশাল মহাবিশ্বের তুলনায় যে তাই কল্পনা করবারও নয়।
এই মহাবিশ্বে তাকালে দেখব, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি। প্রতি টা গ্যালাক্সি তে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র যার চারদিকে ঘুর্নায়মান গ্রহসমুহ।
বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটি গ্যালাক্সি মিল্কিওয়ে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে বিদ্যমান বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের একটি সূর্য। এই সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী । পৃথিবীর ৪ ভাগের তিন ভাগ পানি। এক ভাগ স্থল। স্থলে যে জীবন গড়ে উঠেছে এর মধ্যে মানুষ প্রায় ৭০০ কোটি। এই ৭০০ কোটির মধ্যে অনেকই উচ্চ জ্ঞানের অধিকারী। অবশিষ্ট অজানা তুচ্ছ লোকেদের মধ্যে আমি একজন।
কতই না তুচ্ছ আমি! কত সীমিত আমার জ্ঞানের পরিসর।
** Your post has been upvoted (1.17 %) **
Curation Trail Registration is Open!
Curation Trail Here
Delegate more BP for better Upvote + Daily BLURT 😉
Delegate BP Here
Thank you 🙂 @tomoyan
https://blurtblock.herokuapp.com/blurt/upvote