পাক বনাম অস্টেলিয়া টেস্টের ৩য় দিন শেষে পাকিস্তানের সাংবাদিকদের পাকিস্তান দলের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফকে করা প্রশ্নগুলো ছিলো এমন-
★ আপনারা যখন খেলতেন অনেক ভালো ও বুঝেশুনে খেলতেন। আজ ব্যাটারদের মাঝে তেমন কিছু দেখা গেলো না। তারা তাড়াহুড়ো করলো, অজানা প্রেশারে পড়ে গেলো, ভুল শট খেললো, রান আউট হলো। আজকের দিনের খেলার উপরে আপনার ওভারঅল মূল্যায়ন কি? এমন ব্যাটিংয়ের কারন কি হতে পারে?
★যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করলো পিচ ব্যাটিং ফ্রেন্ডলি মনে হচ্ছিলো। পাকিস্তানও বড় ইনিংস খেলবে এমন ধারনা করা হচ্ছিলো। খেয়াল করেছি পাকিস্তানের বিরুদ্ধে কোন দল প্রথমে বড় ইনিংস খেললে, পাকিস্তান ব্যাটিং করতে এলে হঠাৎ করেই পিচ বোলিং ফ্রেন্ডলি হয়ে যায়। ব্যাটাররা ফেইল করে। এমন পরিস্থিতিতে ম্যাচে পরবর্তীতে ব্যাটিং করার সময় কেমন প্ল্যানিং চিন্তা করছেন?
★ইউসুফ আপনি এমন পিচে অনেক ম্যাচ খেলেছেন। দলকে জিতিয়েছেন এবং দরকারে ম্যাচ ড্র করার মতও ব্যাটিং করেছেন। এখন আপনার পক্ষে ওদেরকে ম্যাচ বাঁচানো ব্যাটিং করতে বলাটা সহজ নাকি কঠিন হবে? বিশেষ করে কালকে যখন তাদেরকে মোটিভেট করতে চাইবেন ?
★আপনি তো বললেন মানুষ শিখতে থাকবে। আমার প্রশ্ন হচ্ছে মানুষ কতদিন শিখবে যেখানে এমন পিচে ধরে খেলতে হবে?সেখানে ২ টা রানআউট! কিভাবে মূল্যায়ন করবেন এটাকে?
★ আপনি বলছিলেন স্টার্ক ও কামিন্স নির্দিষ্ট মোমেন্টে (১৭ থেকে ৪০ ওভারে রিভার্স সুইং পেয়েছিলো) ভালো বোলিং করেছে। আমাদের পেসাররা এমন সিচুয়েশন কেন তৈরি করতে পারলো না? যেখানে আজ অস্ট্রেলিয়ানরা দ্রুত রান তোলার প্ল্যানিং নিয়ে ব্যাটিং করতে এসেছিলো সেখানে সাজিদ ও নোমানকে কেন কন্টিনিউয়াস বল করানো হলো? কমপক্ষে পেসারদের দিয়ে রান তো আটকানোর পরিকল্পনা করা যেতেই পারতো। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি?
পাকিস্তানের মত ভঙ্গুর অর্থনীতির দেশের সাংবাদিকরা এতটা মানসম্মত ও প্রাসঙ্গিক প্রশ্ন করার সামর্থ্য রাখে। অথচ আমদের দেশে সাম্বাদিকদের এমন প্রশ্ন করতে খুব একটা দেখা যায় না। করলেও এগুলোকে খবরে ছাপাতে চায় না কিংবা ভিডিওতে গুরুত্ব দেয় না। এরা খেলার বাইরে যাস্ট বিতর্কিত প্রশ্ন করে খেলোয়াড়দের থেকে উল্টাপাল্টা মন্তব্য বের করার ধান্দায় ব্যস্ত থাকে। এরা চায় দলে সবসময় কোন্দল লেগে থাকুক।আমাদের ক্রিকেট সামনে এগুতে চাইলে বস্তাপঁচা মানহীন সাংবাদিকতারও পরিবর্তন দরকার বলে মনে করি।