সিলিকা বালি কাচ তৈরির মূল উপাদান। যখন কোনো বালিময় ভূমির উপর বজ্রপাত হয় তখন উচ্চ তাপমাত্রায় বালি গলে কাচে পরিণত হয়। এই কাচময় শিলাকে ফালগারাইট বলে। বজ্র যে পথে যায় সে পথেই কাচ তৈরি হয়, তাই ফালগারাইটকে জমে যাওয়া বজ্রের মত দেখায়। ছবিতে তেমনই একটি ফালগারাইট দেখা যাচ্ছে।
ছবিঃ ইন্টারনেট
Silica sand is the main ingredient in making glass. When lightning strikes a sandy ground, the sand melts at high temperatures and turns into glass. This glassy rock is called falgrite. Glass is made the way lightning strikes, so Falgright looks like frozen lightning. Such a falgrite can be seen in the picture.
Photo: Internet