শুভ বিজয় দিবস-শহীদদের প্রতি আমার শ্রদ্ধঞ্জলি। কারন আমি তাদের দেশপ্রেম এবং দেশের জন্য আত্মত্যাগের কারনেই আজকের স্বাধীনতা উপভোগ করার সুযোগ পেয়েছি। আর তারা যদি আত্মত্যাগের ব্যাপারে আগ্রহী না হতেন, তবে হয়তো আমাদের অবস্থান আজ ভিন্ন কোথায় হতো। তাছাড়া দেশপ্রেম অনেকের মাঝেই থাকে, কিন্তু আত্মত্যাগের ব্যাপারে সবাই আগ্রহী থাকে না।
Happy Victory Day - My tribute to the martyrs. Because of their patriotism and self-sacrifice for the country, I got the opportunity to enjoy today's freedom. And if they weren't interested in self-sacrifice, maybe our position would be different today. Moreover, patriotism is present in many, but not everyone is interested in self-sacrifice.
যাইহোক, আজকের ভিডিওটিতে আমি ভিন্ন কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। কারন অতীতে আমাদের উৎসবগুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমানভাবে অংশগ্রহন করতো না। কিন্তু এখন মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠান বিশেষ আয়োজন করে থাকেন। আজ সকালে তেমন একটি অনুষ্ঠানে আমার ছেলের সাথে তার মাদ্রাসায় আমি উপস্থিত ছিলাম।
However, in today's video I have tried to present something different. Because in the past, not all educational institutions participated equally in our festivals. But now all the institutions including madrasas have special arrangements. I was present at his madrasa with my son on such an occasion this morning.
বিজয় দিবসের এই দিনে তাদের এই উদ্যোগ আমার নিকট ভালো লেগেছে এবং আমি তা দারুনভাবে উপভোগ করেছি। সুতরাং আজকের ভিডিওটিতে আমি সে বিষয়ে নিজের অনুভূতির কথা শেয়ার করেছি। আশা করছি যে, আপনাদের কাছে আমার কথাগুলো ভালো লাগবে এবং তাদের এই ধরনের উদ্যোগকে পছন্দ করবেন। কারন বিশেষ দিন সমূহের শিশুদের যদি আমরা সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হই, তবে তারা আগামী দিনে জাতীকে সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হবে।
I like their initiative on this day of Victory Day and I really enjoyed it. So in today's video I have shared my feelings about that. I hope you like my words and like their initiative. Because if we fail to give proper education to the children of special days, they will fail to take the nation forward in the days to come.
Thanks all for watching my video.
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
▶️ 3Speak