ডাঃ মেহেদী হাসান খান অভ্র কি বোর্ডের প্রতিষ্ঠাতা

in blurtlife •  2 years ago 

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান।
কিন্তু শিক্ষকরা বলেছিলেন,মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর।

কারণ ডাক্তারির পড়াশুনা বাদ দিয়ে,
দিন-রাত ১করে,খাওয়া-ঘুম ভুলে হোস্টেলের ঘরেই ১টা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই।বাংলা ভাষার জন্য লড়াই।

ma.jpg

১৮বছর বয়সের যুবক স্বপ্ন দেখেছিলেন বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার।কম্পিউটারে বাংলা লিখতে তাঁর খুব অসুবিধা হয়, এবং সেই পদ্ধতি মেহেদীর পছন্দ নয়। তাই তিনি চান এমন ১টা সফটওয়্যার, যার সাহায্যে ইংরেজি অক্ষরে টাইপ করেই বাংলা লেখা সম্ভব।

বন্ধুরা মেহেদীকে বলে পাগল,ডাক্তারি পড়তে এসে কেউ সময় নষ্ট করে?তাও আবার নাকি বাংলা লেখার সুবিধার্থে! কিন্তু মেহেদী মেহেদীই।বাংলা ভাষার জন্য তাঁর দেশের মানুষ প্রাণ দিতে পারেন,আর সেই বাংলাকে লেখার দিক থেকে সহজ করতে ক্যারিয়ার বিসর্জন দিতে পারবেন না?হাল ছাড়েননি মেহেদী।

২৬ মার্চ,২০০৩ সাল,মেহেদীর জীবনে শুধু নয়,লক্ষ লক্ষ বাঙালির জীবনের ১টি বিশেষ দিন।সেই দিন মেহেদী বিশ্বের সামনে আনলেন ‘অভ্র’ সফটওয়ার।যা আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সব চেয়ে পছন্দের বাংলা রাইটিং সফটওয়ার।আজ বাঙালির কম্পিউটার,ল্যাপটপ খুললেই স্ক্রিনে ১টি স্লোগান ভেসে ওঠে ,‘ভাষা হোক উন্মুক্ত’।এটিই ডাক্তার মেহেদী হাসান খানের তৈরি করা স্লোগান।তাঁর স্বপ্ন ছিল, ভাষাকে উন্মুক্ত করতে হবে সবার জন্য,বেঁধে রাখা যাবে না জটিলতার নাগপাশে।

আজ কিন্তু তিনি ডাঃ মেহেদী হাসান খান।হাজার তাচ্ছিল্য সত্ত্বেও তিনি ‘অভ্র’আবিষ্কারের সঙ্গে সঙ্গে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন ডাক্তারিও।আজ ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তরেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ‘অভ্র কিপ্যাড’।বিদেশীরাও আজ তাদের ভাষাতেই লিখতে পারছে আমাদের বাংলা ভাষা।লেখতে পারছে লেখা হচ্ছে সরকারি ফাইল থেকে পরিচয়পত্র। মেহেদীর এই আবিষ্কার বাঁচিয়ে দিয়েছে ২দেশের কোটি-কোটি টাকা।যার জন্য এত কিছু,সেই মানুষটাকে আমরা চিনিই না। চিরকাল প্রচারবিমুখ,৩৪ বছরের এই বিনয়ী তরুণ বাংলা ভাষার জন্য এত বড় অবদান রেখে গেলেও, রয়ে গেলেন প্রচারের আলোর বাইরেই।

সংগৃহীত

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!