ব্যাঙাচি আমরা সবাই চিনি। বর্ষাকাল আর ব্যাঙের ডাক শুনেননি এমন কি হয়!! আর পুকুরে,নদীতে বা জমা নালাতে শত শত ব্যাঙাচি এদিক সেদিক ছোটাছুটি করে। এই ব্যাঙাচির সম্পর্কে দু-একটি অজানা কথা আজ জানবো।
ব্যাঙাচি ডিম পাড়ার প্রথম কিছু দিন ডিমের প্রোটিন অংশটাই খেয়ে থাকে৷ যখন তা শেষ হয়ে যায় তখন এদিক সেদিক খাবারের এর জন্য ছোটাছুটি করে।
এদের প্রধান খাদ্য শৈবাল হওয়ায় এরা সাধারণত এমন স্থানে থাকে যেখানে কিছু পরিমাণে শৈবাল থাকে।
১০০ টি ডিমের মধ্যে পূর্ণবয়স্ক অবধি পৌঁছাতে পারে মাত্র ৬-৭ টি ব্যাঙাচি।