শুভ সকাল। আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।আজকে আমি একটা ব্যতিক্রমী পোষ্ট করার চেষ্টা করছি।আশাকরি আপনাদের ভালো লাগবে।
আমি বাংলার নৌকা, একসময়ের বাংলার মানুষের নদী পথে যাতায়াতের একমাত্র ভরসা ছিলাম আমি। কিন্তু দিনের বিবর্তনের পর্যায়ে এসে আজ বাংলার মানুষ আমাকে ভুলতে বসেছে। যুগের বিবর্তনে, প্রযুক্তির উন্নয়নে আজ বাংলাদেশ তথা পুরো পৃথিবী এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে সবাই যন্ত্রনির্ভর হয়ে পড়ছে।আমরা এখন মানুষের শখের বস্তু হয়েও থাকতে পারছিনা। এক সময় বাংলার লেখক সাহিত্যিকেরা আমাদের উপরে চেপে নদীর বুকে ঘুরে বেড়াতো আর রচনা করতো তাদের কালজয়ী গান, গল্প, কবিতা, নাটক কিংবা উপন্যাস।
কিন্তু কালের পরিক্রমায় আজ দেশের ছোট-বড় সকল নদীর উপরে তৈরি হচ্ছে সেতু, গড়ে উঠছে বড় বড় রাস্তা যার ফলে মানুষকে আর নদী পথে যাতায়াত করতে হয়না মানুষ সহজে সড়ক পথে যাতায়াত করতে পারছে। আর এর ফলশ্রুতিতে, কদর কমে গিয়েছে আমাদের। শুধু সড়কপথের উন্নতিই নয় জলপথেও আজ ট্রলার, লঞ্চ-স্টিমার কিংবা মেশিন চালিত নৌকা আগমন ঘটেছে। মানুষ সহজে দ্রুত সময়ে এসব ব্যাবহার করে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছে। ফলে আমাদের দিকে আর কেউ ফিরেও তাকাচ্ছে না।
দিনে দিনে আমরা পড়ে থাকতে থাকতে অকেজো হয়ে পড়ছি। একসময়ের ছোট ছোট ডিঙ্গি নৌকো যেগুলো মানুষের নিত্য সময়ে আপন হয়েছিল, তারা পড়ে থেকে জং ধরে পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছি।
পরিশেষে বলতে চাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর শ্রীকান্ত যেখানে গুন টেনে সর্বজনের ভালোবাসা পেয়েছিল সেখানে বর্তমান সময়ের মানুষ গুনটানা বিষয়টিই জানেনা। তাই আমাদের আকুল আবেদন আমাদের বাঁচাতে আমাদের মধ্যে প্রাণ ফেরাতে দয়াকরে এগিয়ে আসুন। ফিরিয়ে দিন আমাদের সোনালী ঐতিহ্য।
Congratulations! This post has been upvoted by the @blurtcurator communal account,
You can request a vote every 12 hours from the #getupvote channel in the official Blurt Discord.Don't wait to join ,lots of good stuff happening there.
Your post has been manually curated by @freevoter !! Keep sharing your quality content in Blurt Blockchain heart
FreeVoter is a curation program which aim to support quality content creator in Blurt Blockchain.You can support us by delegating your BP to @freevoter !! We are sharing 90% curation reward to our Delegators.Learn more about FreeVoter and join Discord server.