প্রাকটিক্যাল পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট লেখালেখি।

in blurtlatam •  2 years ago 

আজকে রোজ শনিবার। আজকে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এসাইনমেন্ট তৈরি করতেছি। এসাইনমেন্ট তৈরি করা অনেকেরই শেষ। অনেকের বলতে অন্যান্য ডিপার্টমেন্ট যারা রয়েছে তাদেরকে স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে। তারা প্রায় কমপ্লিট করেছে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে এখন পর্যন্ত কেউ লেখেনি। কারণ আমাদের ডিপার্টমেন্ট আমরাই ফাস্ট ব্যাচ আর আমাদেরকেই সমস্ত কিছু মেইনটেইন করে চলতে হয়। বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টে প্রথম ব্যাচে কয়েকজন ছাত্র ছাত্রী। তার ভিতরে আমরা প্রত্যেকদিন নিয়মিত ক্লাস করি তিনজন থেকে চারজন। এই কারণে বাকিরা আমাদের উপর কিছুটা নির্ভর করে। কারণ তারা সব সময় ক্লাস করে না বা তারা পড়ালেখার পাশাপাশি চাকুরী করে। আরো বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এ কারণে তারা নিয়মিত ক্লাস করতে পারে না। তাই আমাদেরকে যখন স্যারেরা অ্যাসাইনমেন্ট গুলো দেয় সেই অ্যাসাইনমেন্ট গুলো তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে সংগ্রহ করে।

IMG_20220917_143806_089.jpg

IMG_20220917_143817_737.jpg

আমি যে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এই ছবিগুলো আজকে তোলা হয়েছে যখন আমি এসাইনমেন্ট তৈরি করি বা লেখালেখি করি। এসাইনমেন্ট লিখতে লিখতে হাতের অবস্থা কিছুটা নার্ভাস হয়ে যায়। কারণ একটানা অনেক সময় ধরে লিখতে হয় আর অ্যাসাইনমেন্টগুলো অনেক। শুধুমাত্র একটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নয় সাতটি সাবজেক্ট এর ভেতর একটি সাবজেক্ট বাদে ছয়টি এসাইনমেন্ট লিখতে হয়। প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট এর ভিতরে পাঁচ থেকে ছয়টি জব থাকে। এই সমস্ত জব কমপ্লিট করতে হয় খুবই ধীরস্থির ভাবে। কারণ পেজের ভিতরে লেখা কাটাকাটি হলে নতুন করে আবার পেজ নিয়ে লিখতে হবে। তখন দেখা যাবে আরও বেশি সময় অপচয় হবে এবং মেন্টালিটির চাপ বেড়ে যাবে একই সাথে খাতার অপচয় হবে।

IMG_20220917_143822_955.jpg

IMG_20220917_143851_508.jpg

IMG_20220917_143905_382.jpg

অ্যাসাইনমেন্ট লেখার জন্য আমাদেরকে নির্ধারণ করে দেয়া হয়েছে A4 পেপার। A4 পেপারে আমাদের সমস্তই এসাইনমেন্ট লেখালেখি শেষ করতে হয়। এই একটি এ ফোর পেপারে বক্স কিনতে প্রায় ৩০০ টাকা বা এর কম বেশি লাগে। তাই আমাদেরকে অবশ্যই অপচয় রোধ করতে হবে এবং সময় যেন নষ্ট না হয় মাথার ভিতরে এক্সট্রা যেন প্রেসার না পড়ে সমস্ত দিক খেয়াল রেখে আমাদেরকে লেখাপড়াও করতে হবে। লেখালেখির ভয়ে বা পড়াশোনা চালিয়ে যাওয়ার ভয়ে যেন কৃপণতা না করা হয়। লেখাপড়া করতে যা কিছু লাগে সমস্ত কিছুই করতে হবে। পড়ালেখা করতে হবে জ্ঞান বৃদ্ধির জন্য, শেখার উদ্দেশ্যে আমাদের পড়ালেখা করতে হবে।

IMG_20220917_170352_558.jpg

মনোযোগ দিয়ে আমার এই এসাইনমেন্ট বিষয় নিয়ে যে কথাগুলো বললাম শোনার কারণে আপনাদের সকলকে ধন্যবাদ।

IMG_20220917_170338_457.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!