বাড়িতে যাওয়ার অনুভূতি।

in blurtlatam •  2 years ago 

IMG_20220928_120516_117.jpg

পরীক্ষা শেষ হওয়ায় সবাই বাড়িতে যাওয়ায় ব্যস্ত হয়ে আছে। আমার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আমার কলেজ থেকে মামার বাসায় আসি এবং এক রাত মামার বাসায় কাটিয়ে তারপরের দিন অর্থাৎ আজকে বাসায় চলে আসার জন্য প্রস্তুত। আমাদের বাসায় সকালে খাবার গ্রহণ করার পরে আমি সকাল দশটার দিকে রওনা দেই বাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমি অটো গাড়িতে উঠে সিএনজি স্ট্যান্ডার্ড শেরপুর চলে যাই। সেখানে দেখি একটি সিএনজিতে তিনজন উঠেছে আর দুজন হলেই সিএনজি ছেড়ে দিবে। আমি যাওয়ার পরে চারজন হল আর একজন হলেই সিএনজি বুক তখন একটি মুরুব্বী চলে আসলো সেও একাই তখন পাঁচজন হয়ে গেল তখন সিএনজি ছেড়ে দিল। রাস্তা প্রথম অবস্থায় কিছুটা ভালো কিন্তু ভালো পেরুলেই মন্দ রাস্তা শুরু হয়ে গেল। রাস্তা কি যদি আমি চার ভাগ ধরি তাহলে তিনভাগ রাস্তা ভালো না আর এক ভাগ রাস্তা মোটামুটি ঠিক আছে। তবে রাস্তা ঠিক করার কার্যক্রম অব্যাহত রয়েছে ধীরস্থিরভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত দের বছর যাবত রাস্তার কাজ চলতেছিল এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আশা করা যায় এখান থেকে আরো দু'বছর লাগবে রাস্তা মোটামুটি ঠিক হতে। বাসায় আসতে হলে অনেক সমস্যা রাস্তায় কারণ রাস্তা মেরামত করতেছে রাস্তার কার্যক্রম চলতেছে অনেক থেকনা বা ঝাকি অর্থাৎ অনেক কিছু নিচু রাস্তা হয়ে গেছে ভাঙা রাস্তা হয়ে গেছে। তারপরেও আসতে হয় নিজের মাতৃভূমির টান।

Everyone is busy going home as the exam is over. After finishing my exam I came from my college to uncle's house and spent one night at uncle's house ready to come home next day i.e. today. After having breakfast at our house, I leave for home around ten in the morning. First I got into auto car and went to CNG Standard Sherpur. I saw there that three people got into a CNG and only two will release the CNG. After I left there were four people and only one CNG book then a mulberry came and he alone then became five then CNG left. The road is a bit good at first but after getting good the bad road started. If I take four parts of the road, then three parts of the road are not good and one part of the road is pretty good. But the work of fixing the road is continuing slowly they are continuing their work. Road work has been going on for the past year and is still ongoing. It is expected that it will take another two years from here to get the road right. If you want to come home, there are many problems on the road because the road is being repaired. Even then, the pull of one's motherland has to come.

IMG_20220928_120844_610.jpg

IMG_20220928_120835_149.jpg

IMG_20220928_120824_194.jpg

IMG_20220928_120817_040.jpg

IMG_20220928_120813_700.jpg

IMG_20220928_120531_634.jpg

IMG_20220928_120530_632.jpg

যে ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এই ছবিগুলোর কিছু কথা। এই জায়গাটির নাম হচ্ছে মেঘাইঘাট। এটি কাজীপুর উপজেলায় মেঘাই ঘাট। এখানে অনেক পর্যটকরা আসে যখন বন্যা প্লাবিত থাকে। তখনই এখানে অনেক মানুষের সমাহার হয়ে যায়। রাস্তার দুই সাইড দিয়ে মানুষ বসে থাকার জন্য ছাতা এবং সাঁতার নিচে বসার মত একটি সিট করা হয়েছে। খুবই মনো মুগ্ধকর একটি জায়গা। এখানে যখন আপনি আসবেন তখন আপনার জন্য এখানে যাত্রী সামনের ব্যবস্থা রয়েছে যাত্রী সামনে থেকে রয়েছে আপনার বিশ্রামের জায়গা এমনকি টয়লেট পর্যন্ত রয়েছে। আপনি চাইলে এখানে আপনার জরুরত চালিয়ে যেতে পারেন। এমনকি এখানে আমার জানা নেই তবে কোন এক ছবি কিংবা নাটকের জন্য শুটিং করার জন্য এসেছিল। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে এখানে পর্যটকদের ভিড় জমে বিশেষ করে যখন বন্যা হয়। বন্যার সময় চতুর পাশ দিয়ে পানি মাঝখানে এটা বাঁধ হিসেবে কাজ করে তখন খুবই সুন্দর একটি জায়গায় হিসেবে বোঝা যায়। আমি বাড়িতে আসার সময় এই জায়গাগুলো উপভোগ করতে পারি খুবই ভালো লাগে। এই মেঘাই ঘাট থেকে আমার বাসায় যাইতে নৌকা ভ্রমণ করে যেতে হয়। ভ্রমণ তাদের জন্য যারা বছরে একবার দুবার করে আসে কিংবা তাদের একটি শখ থাকে নৌকায় উঠার। আমি আপনাদের সাথে শখ অর্থাৎ ভ্রমণ টাই তুলে ধরলাম যদিও আমার প্রতিনিয়তই নৌকায় উঠতে হয় তারপরেও আমার ইচ্ছে হলো ভ্রমণ শব্দটি ব্যবহার করার জন্য। বাড়িতে আসার অনুভূতিটি খুবই ভালো ছিল। লাখো শুকরিয়া আল্লাহ তুমি আমাকে বাড়িতে সুস্থ স্বাভাবিকভাবে আসার তৌফিক দান করেছেন (আলহামদুলিল্লাহ)।

Here are some of the pictures that I have shared with you. The name of this place is Meghaighat. It is Meghai Ghat in Kazipur Upazila. Many tourists come here when there is flood. At that time many people gathered here. Umbrellas and a seat like swimming down have been made for people to sit on both sides of the road. A very mesmerizing place. When you come here, there is a passenger front arrangement for you, from the passenger front you have a rest area and even a toilet. You can continue your search here if you want. Even here I don't know but came to shoot for some film or drama. So it is quite understandable that there is a crowd of tourists especially when there is a flood. It is considered a very beautiful place when it acts as a dam in the middle of the water during flood. I love being able to enjoy these places when I come home. I have to travel by boat from this Meghai Ghat to my home. The trip is for those who come once or twice a year or have a hobby of boating. I brought up with you the hobby of travel, even though I have to get on a boat all the time, I still want to use the word travel. It was a great feeling to come home. A million thanks to Allah, you have blessed me to come home healthy and normal (Alhamdulillah).

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!