এশার নামাজের পরের কার্যক্রম কি ছিল আমার?
What was my activity after Isha prayer?
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহতালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সবই আপনাদের দোয়া ও ভালোবাসা। প্রিয় সুধীবৃন্দ আজকে আমি আপনাদের সাথে এশার নামাজের পরের কার্যক্রমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই পোস্ট লেখা।
Assalamu Alaikum hope you are all well. Alhamdulillah by the infinite mercy of Allah, I am also very well. All your prayers and love. Dear friends, today I am writing this post to share with you the activities after Isha Namaz.
প্রথমেই বলি শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। ফরজ কেন বলা হয়েছে? ইসলাম এর পথে চলতে ফিরতে জ্ঞান আহরণ করতে হবে। আমার এই দুনিয়াতে চলাফেরা করার জন্য এবং হিতাহিত জ্ঞান অর্জনের জন্য এবং ধর্মের পথে অটল থাকার জন্য আরো আনুষাঙ্গিক যে সমস্ত জ্ঞান রয়েছে এই জ্ঞানগুলোকে আমার অন্বেষণ করতে হবে। এই জ্ঞানগুলো যদি আমি অনশন না করি, জানতে না পারি, শিখতে না পারি তাহলে আমি হতভাগা। ইসলামের পথে চলতে আপনাকে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হবে এবং জ্ঞান এর মাধ্যমে আপনাকে এই ধাপগুলো অতিক্রম করতে হবে আপনি যদি সেই জ্ঞান সম্পর্কে ধারণা না থাকে সেই শিক্ষা যদি আপনি অর্জন না করতে পারেন শিখতে না পারেন তাহলে মনে হয় না সম্ভব।
First let me say that getting education is compulsory for everyone. Why is it called obligatory? To return to the path of Islam, knowledge must be acquired. I have to seek out all the knowledges that are more relevant to my walk in this world and to gain the desired knowledge and to stick to the path of religion. If I do not fast, know, learn these knowledge then I am miserable. On the path of Islam you have to overcome many hurdles and through knowledge you have to overcome these steps. Seeking knowledge is obligatory. The meaning or analysis of this saying cannot be exhausted. So I've kept it up to now, hope you all understand. You have to take the right approach and act accordingly. Read the right books to increase your knowledge and gain useful knowledge. It will continue to increase your mental strength and range of knowledge. The more we do the more we learn, the more we study, the more we learn, the more we learn and the more we try to act fluidly.
জ্ঞান অন্বেষণ করা ফরজ। এই কথাটির মর্ম বা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। তাইতো আমি এখন এ পর্যন্তই রাখা হয়েছে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আপনাদেরকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে। সঠিক বই গুলো পড়তে হবে এটি আপনার জ্ঞানগুলো বৃদ্ধি পাবে এবং হিতাহিত জ্ঞান গুলো পাবে। এটি আপনার মানসিক শক্তি এবং জ্ঞান এর পরিধি বৃদ্ধি পেতে থাকবে। যতই করিবে ততই শিখবে আমাদেরকে বেশি বেশি অধ্যায়ন করতে হবে তাহলেই আমরা শিখতে পারবো জানতে পারবো এবং তরল অনুযায়ী আমল করার চেষ্টা করব।
উপরে যে দুটি ছবি আপনাদের সাথে শেয়ার করেছি এটি ছিল এশার নামাজের কার্যক্রম। হঠাৎ আমার ছোট ভাই কে পড়াতে হবে। এমন কার্যক্রম প্রত্যেকদিন হয় না আর আমি বাসায় থাকি ও না। হঠাৎ করে এমন কার্যক্রম করাই আমার এমন চিন্তা হলো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
The two pictures I have shared with you above were the Esha prayer activities. Suddenly I have to teach my younger brother. Such activities do not happen every day and I am not at home. I suddenly thought of doing such an activity. So I shared with you.
Do vote @Blurt.Live as your Witness
Posted from https://blurt.live