পড়ন্ত বিকেলে কৃষকের ফলানো ফসল নিয়ে ফটোগ্রাফি।

in blurtlatam •  2 years ago 

Autumn afternoon photography of farmers growing crops.

IMG_20221005_171321_899.jpg

পড়ন্ত বিকেলে কৃষকের ফলানো ফসল নিয়ে ফটোগ্রাফি।

Today after 4 pm we go for a walk. Yusuf brother is with him. By going around we entered Chargris Union. There met Gazi uncle in the paddy field. I saw that Gazi uncle's mind was very depressed. Because the grain of rice in the land is becoming flat. The rice crop is not doing much better.

IMG_20221005_171126_661.jpg

IMG_20221005_171106_527.jpg

IMG_20221005_171058_828.jpg

আজকে বিকাল ৪ টার পরে আমরা ঘুরতে যাই। সাথে আছে ইউসুফ ভাই। ঘুরতে ঘুরতে আমরা চরগ্রিস ইউনিয়নের মাঝে প্রবেশ করলাম। সেখানে গাজী চাচার সাথে দেখা হল ধানের জমিতে। দেখলাম গাজী চাচার মনটা বেশ বিষণ্ণতার মধ্যে। কারণ জমিতে ধানের শীষ চিটা হয়ে যাচ্ছে। ধানের ফসল বেশি একটা ভালো হচ্ছে না।

His land is about one bigha. That is, 37 decimal lands have cultivated rice. What time was after Asr prayer? Yusuf Bhai Gazi and I visited the farmer's paddy field in the late afternoon.

IMG_20221005_171235_128.jpg

IMG_20221005_171244_978.jpg

তার জমি প্রায় এক বিঘার উপরে। অর্থাৎ ৩৭ ডিসিমাল জমিতে চাষ করেছে ধান। সময় কি ছিল আসরের নামাজের পরে। পড়ন্ত বিকেলে কৃষকের ধানের জমি পরিদর্শনে আমি আর আমার সাথে ইউসুফ ভাই গাজী চাচার ধানের জমিতে।

You can see the grain of rice in the hand. It is not only the rice grain that has become the rat, there is also a subjugation of mice in the rice field. So steps are being taken to repel the rat through that paddy. That is to say, the seeds of rice are mixed with medicine and placed in the mouth of the rat's hole. By doing this, the rats ate the medicated rice and breathed their last.

IMG_20221005_171155_204.jpg

আপনারা দেখতে পাচ্ছেন হাতের রয়েছে সেই ধানের শীষ। শুধু ধানের শীষ যেটা হয়েছে এতেই ক্ষান্ত নয় ইঁদুরের উপক্রম রয়েছে ধানের জমিতে। তাইতো ইদুর কে তাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই ধানের মাধ্যমেই। অর্থাৎ ধানের চিটার শীষ গুলোর সাথে ঔষধযুক্ত করে ইঁদুরের গর্তের মুখে রাখা হয়। এতে করে ইঁদুর সেই ঔষধযুক্ত ধান খেয়ে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

We were very saddened to see the car's grim appearance in the late afternoon. In some places rice has not yet grown. In all the present lands the yield of paddy is about 40 per bigha. He is now worried that he will not get enough rice. He has worked tirelessly on this land and is doing now and will continue to do so. The farmer dreams by tending his crops. Both Yusuf Bhai and Gazi Chacha also suggested that the only reason for the condition of his rice was that there was less poisoning of the rice i.e. less use of pesticides.

IMG_20221005_171408_321.jpg

পড়ন্ত বিকেলে গাড়ি চাপায় এমন অম্লিন চেহারা দেখে আমরা খুবই দুঃখ প্রকাশ করলাম। আবার কিছু জায়গায় ধান এখন পর্যন্ত গজায়নি। বর্তমান সমস্ত জমিতে প্রায় বিঘা প্রতি ধান হয় প্রায় 40 মনের কাছাকাছি। সে এখন চিন্তিত তার ধান পর্যাপ্ত পাওয়া যাবে না। তার এই জমিতে অক্লান্ত পরিশ্রম করেছে এবং এখন করতেছেন এবং আগামীতেও করে যাবেন। কৃষক তার ফসল পালনের মাধ্যমে স্বপ্ন দেখে। তার এই ধানের অবস্থার একমাত্র কারণ হিসেবে ইউসুফ ভাই এবং গাজী চাচাও দুজনেই পরামর্শ করলেন যে ধানে বিষ দেওয়া কম হয়েছিল অর্থাৎ কীটনাশক ব্যবহার করা হয়েছিল স্বল্পতা।

This trip today was very good and saw the condition of the farmer and saw the condition of the paddy. When I walk along the path of the village in the autumn afternoon, I feel really good. At that time the sun goes to the west. Sunlight falls on the body through the gaps in the trees. When there is no roar of the sun, I walk in the light of the gentle sun in the land of the farmers.

IMG_20221005_171351_485.jpg

IMG_20221005_171348_026.jpg

IMG_20221005_171321_899.jpg

আজকের এই ভ্রমণটি ছিল খুবই ভালো এবং দেখা হয়েছে কৃষকের অবস্থা দেখা হয়েছে ধানের পরিস্থিতি। পড়ন্ত বিকেলে যখন গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকি তখন আসলেই মনটা ভালো হয়ে যায়। সূর্য তখন অষ্ট যায় পশ্চিম দিকে। গাছের সেই ফাঁকে ফাঁকে সূর্যের আলো যেন শরীরে পড়ে। থাকে না তখন সূর্যের তেমন গর্জন সেই মৃদু মৃদু সূর্যের আলোতে হাঁটতে থাকি সেই কৃষকদের জমিতে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!