নুরে মুহাম্মদীর বিবরণ
প্রথম বিবরণ
আবদুর রাজ্জাক তাঁর সনদসহ হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ আন- সারী (রাঃ) থেকে বর্ণনা করেছেন, “আমি আরয করলাম : ইয়া রসুলাল্লাহ্ ! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আমাকে এই খবর দিন যে, আল্লাহ্ পাক সর্বপ্রথম কোন্ বস্তুটি সৃষ্টি করেছেন ?"
প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম ইরশাদ করলেন: হে জাবির। আল্লাহ্ পাক সবকিছুর পূর্বে তোমার নবীর নূরকে নিজের নূর থেকে (অর্থাৎ নিজের নূরের ফায়েজ দ্বারা) সৃষ্টি করেছেন। সেই নূর আল্লাহ্ পাকের কুদরতে তাঁর ইচ্ছানুযায়ী ভ্রমণরত ছিল। আর সে সময় লওহ, কলম, বেহেশত, দোযখ কিছুই ছিল না, ফেরেশতাও ছিল না, এমনকি আসমান-যমীন, চন্দ্র-সূর্য, জিন ও মানব—এক কথায় কিছুই ছিল না।
অতঃপর যখন আল্লাহ্ পাক বিশ্বজগৎ সৃষ্টি করতে ইচ্ছা করলেন,
তখন সেই নূরকে চারভাগে বিভক্ত করেন। এক ভাগ দ্বারা কলম সৃষ্টি
করলেন, দ্বিতীয় ভাগ দ্বারা লওহ, আর তৃতীয় অংশ দ্বারা আরশ সৃষ্টি
করেন। এরপর সুদীর্ঘ হাদীস রয়েছে।
ফায়দা ঃ এই হাদীস দ্বারা এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে, নূরে মুহাম্মদী হলো আল্লাহ্ পাকের সর্বপ্রথম সৃষ্টি। কেননা, যেসব জিনিসের ব্যাপারে প্রথমে সৃষ্টি হওয়ার বিবরণ পাওয়া যায়, সেসবের সৃষ্টি যে নূরে মুহাম্মদীর পর, তা এই হাদীস দ্বারা প্রমাণিত এবং প্রতি- ভাত হয়।
দ্বিতীয় বিবরণ
হযরত ইরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত আছে যে, নবী করীম
সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন : নিশ্চয় আল্লাহ্ পাকের নিকট আমি তখন খাতিমুন্নাবীয়্যীন নির্বাচিত হয়েছিলাম, যখন আদম আলায়হি ওয়া সাল্লাম পয়দাও হননি। এই বিবরণটি আহমদ এবং বায়হাকীর। আর হাকেম এই হাদীসকে বিশুদ্ধ বলে স্বীকার করেছেন। (ফায়দা) মিশকাত শরীফেও এই হাদীস বর্ণিত হয়েছে।
ধন্যবাদ সবাইকে বইটি পড়ার জন্য
Narration of Noor Muhammadi
First description
Abdur Razzaq narrated from Hazrat Jabir Ibn Abdullah Ansari (RA) along with his chain, “I prayed: O Messenger of Allah! May my parents be sacrificed for you, tell me what was the first thing that Allah created?”
The beloved Prophet, may God bless him and grant him peace, said: O Jabir. Allah Almighty created the light of your Prophet from His own light (i.e. by virtue of His own light) before everything. That light was traveling according to God's will. And at that time there was no iron, no pen, no heaven, no hell, no angels, even heaven and earth, moon and sun, jinn and man—in a word, nothing.
Then when Allah wanted to create the universe,
Then he divided that light into four parts. Creation of pen by one part
He made, by the second part the Lawah, and by the third part the Throne
do Then there are long hadiths.
Benefits: This hadith clearly proves that Noor Muhammadi is the first creation of Allah. Because, the creation of things that are first described as being created after the light of Muhammad is proved and proven by this hadith.
Second description
It is narrated from Hazrat Irbaz Ibn Saria that the Prophet
The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said: I was chosen by Allah to be the Khatimunnabiyyin when Adam was not yet born. This narration is from Ahmad and Bayhaqi. And Hakem accepted this hadith as pure. (Benefits) This hadith is also narrated in Mishkat Sharif.
Greetings
Beautiful article. Please do not forget to support other Blurtconnect publications.
Thank you for more engagement on posts in the Blurtconnect community.
Upvotes are regularly obtained on posts published by authors that engage with fellow Blurtians through comments under articles.
You can enjoy a friendly dialogue with Blurtians Here
Your vote, by clicking here, will mean a lot to the blurtconnect-ng Witness team
Peace