রিলেশন উইথ আউট ব্লাড (Relation without blood)

in blurtindia •  4 years ago 

IMG-20201219-WA0000.jpg

প্রিয় পাঠকগণ,
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার জীবনের এমন একজন মানুষের গল্প যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই,অথচ সেই মানুষটির সাথে পরিচয় নাহলে জীবনে অনেক কিছু জানা হতো না।আশা করছি আপনাদের ভালো লাগবে।

আমাদের সবার জীবনেই বোধহয় এমন একজন মানুষ থাকে,যার সাথে পরিচিত হয়ে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আমার জীবনেও এমন একজন আছেন।আমি কথা বলছি আমার সুনীতা ম্যাম এর। যিনি আমার অফিসে আমার সিনিয়র মানে,আমার বস। আমার সাথে তার প্রথম দেখা হয় ২০১৮ সালের ৩রা মে। আমি প্রথম যেদিন আমার অফিস এ গেলাম।
একটা রুম এ আমি একা বসে আছি দরজা খুলে সে প্রথম রুম এ ঢুকল। আমি ভয়ে ভয়ে বসে আছি আমার ব্যাগটা কোলে নিয়ে,সে ঢুকে আমাকে বললো-
তুমি ই কি সম্পা?আমি বললাম হ্যাঁ। অবাক হয়ে গেলাম আমার নাম কি ভাবে জানলো? পরে অবশ্য বিষয়টা বুঝতে পারলাম।
যাইহোক,তারপর অন্য আর একজন এলো সে ও আমার সাথে জয়েন করবে। ওনাদের দুজনের আগের দিন ই পরিচয় হয়ে গেছিলো(আমার দাদু মারা যাওয়ার কারণে আমি ২ তারিখ যেতে পারিনি)।এরপর তারা নিজেদের মধ্যে কথা বলছিল আমাকে কিছু জিজ্ঞেস করলে তবেই আমি উত্তর দিচ্ছিলাম। এরপর মোবাইল নম্বর এক্সচেঞ্জ হলো।আমি সুনীতা ম্যাম নামে সেভ করলাম (এখনও চেঞ্জ করিনি)। এরপর আমাদের স্যার এলেন এবং পরিচয় হওয়ার পর বুঝলাম যে সুনীতা ম্যাম আমাদের ট্রেনিং দেবেন এবং তিনিই আমার সিনিয়র।
সত্যি বলতে ভয় পেয়েছিলাম, কোনোদিন জব করিনি কি জানি পারবো কিনা,একটা দ্বিধা কাজ করছিল ভেতরে ভেতরে। লাঞ্চ ব্রেক এ একসাথে খেতে বসলাম আমরা ৩জন। কথাও হলো টুকটাক। ভয়টাও কাটতে শুরু করলো ধীরে ধীরে।
এরপর কাজের শুরু, ট্রেনিং হলো কাজ করতে শুরু করলাম, আস্তে আস্তে বুঝলাম মানুষটাকে, ভীষণ হেল্পফুল, আমার মতো একটা মেয়েকে কি অদ্ভুত ভাবে গড়ে নিলো। আমি কাজটা পারবো,এই বিশ্বাস টাও সে আমার মধ্যে তৈরী করলো।এর প্রায় ১মাস বাদে আমার সাথে যে দিদি টা জয়েন করেছিল পারিবারিক কিছু অসুবিধার জন্যে জব টা ছেড়ে দিলো। তখন শুধু আমি আর সুনীতাদি (সম্পর্কটা এই একটা মাসে ম্যাম থেকে দিদি তে চলে এসেছে, মানুষটাই এমন)। খুব ভালো কাজ চলছিল দুজনের কাজের পাশাপাশি অনেক কথা,অনেক গল্প চলত ব্রেক টাইম এ। কখন যেন অনেক আপন হয়ে উঠলাম বুঝিতেই পারিনি। এর পর অন্য ৩জন জয়েন করলো, যাদের সুনিতাদির আন্ডার এ দেওয়া হলো। এরপর আমার একটু একটু প্রবলেম হতে শুরু করলো। কারণ লাস্ট এক মাস শুধু আমরা দুজন ছিলাম এবার অন্যেরা এসে পড়েছে,কি অদ্ভুত না?আমি ভুলেই গেছি ওটা অফিস সেখানে অনেকে কাজ করবে এটাই তো স্বাভাবিক। অনেকেই বলে থাকে পার্সোনাল আর প্রফেশনাল লাইফ মিক্স করতে নেই।আমি কেন জানিনা এটা মেইনটেইন করতে পারিনি কোনোদিন।

অনেক বকা খেয়েছি, কাজে মন দিতে পারতাম না মনে হতো অন্য কেউ বোধহয় আমার জায়গাটা নিয়ে নিলো। আমি ভাবতে শুরু করেছিলাম সুনীতা দি শুধুই আমার, অদ্ভুত একটা টান অনুভব করি আমি ওনার প্রতি, সেটা শুরু থেকে আজও একই ভাবে চলছে। আর চলবেও সারাজীবন।
এমন বহুবার হয়েছে সুনীতা দি আমাকে বুঝিয়েছে অফিসের বাইরে আমাদের সম্পর্ক টা অন্য কিন্তু অফিসে তার কাছে সবাই সমান। কারণ এখানে এটাই তার জবরোল।তবে আমি বহুবার তার উপর অভিমান করেছি, যখন সে আমার অন্য কোনো কলিগ এর সাথে বেশি কথা বলতো। আমার মনে হতো বোধহয় আমার থেকেও তাকে সে বেশি ভালো বাসছে। এগুলো নিয়ে অনেক বার ঝগড়া হয়েছে আমাদের, আমি জব ছেড়েও দেবো বলেছি।তবে এত কিছুর পরেও কি অদ্ভুত ভাবে জড়িয়ে আছি আমি তার সাথে। আমার ভালোলাগা খারাপ লাগা গুলো কি ভালো বোঝে। মন খারাপ হলে গলা শুনেই বুঝে যায়।তার যেকোনো খারাপ লাগায় কষ্ট হয় আমার, মনে হয় আর কিছু নয় মানুষটা হাসিখুশি থাকুক সবসময়।

হয়ত অনেক সময় অনেক কষ্ট দিয়েছি, আজ ও হয়ত কখনো কখনো দিয়ে ফেলি, তবে ভালোবাসি অনেক,কাল আপনাদের আমার মায়ের কথা বলেছিলাম আজ আর এক মায়ের কথা বললাম।

হ্যাঁ "মা"........ প্রথমে ম্যাম, তারপর দিদি আর এখন সে আমার মা।সব কিছু বলতে পারা, আবদার করতে পারা, আড্ডা মারা, কষ্ট বুঝতে পারা, মনখুলে হাসতে পাড়ার একটাই ঠিকানা আমার "সুনীতা দি"।
জানিনা কেনো আমার মনে হয় মা বোধহয় কোথাও যায়নি শুধু রূপ পাল্টে রয়ে গেছে তোমার মধ্যে। কোনোদিন বলিনি তোমায় আজ বলছি-"তুমি ঠিক মায়ের মতোই ভালো সুনীতাদি"
জানিনা কাল কি হবে, কোথায় থাকবো, তবে যাই ঘটুক জীবনে তুমি জানবে আমি ভালোবাসি তোমায়, ততটা,যতটা কোনোদিন বলে বোঝাতে পারিনি।

অনেক ধন্যবাদ তোমায় এমন একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানানোর জন্য যেখানে আমি তোমাকে বলতে চাওয়া অনেক কথা লিখতে পারলাম যেগুলো হয়তো কোনোদিন বলতে পারতাম না।
ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর খুব ভালো কাটুক তোমার।..........
তোমার,
সম্পা

IMG20191225135327.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 years ago  ·   (edited)

Darling @sampabiswas you will be always remain special for me. Thank you for giving me your mother's place in your life. You know my feelings for you. This platform is so special. You can learn many things from @blurt. everyone will also guide you if you will face any problem.❤️😊😘😍