প্রিয়,
পাঠকগণ,
কেমন আছেন আপনারা?
আশাকরি সকলে সুস্থ আছেন।
আজ কথা বলবো আমার ননদের সম্পর্কে।
"ননদ"এই শব্দটার মধ্যেই যেনো একটা অন্য রকম অনুভুতি কাজ করে। না আমি আমার কথা বলেছি না, তবে এমন অনেক খবর আমরা শুনে থাকি যা শুনে ননদ সম্পর্কে ধারনটা আমাদের পাল্টে যায়। ননদ ভাইয়ের বউয়ের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসার বদলে মনে ভিড় করে অজানা ভয়।
আমার হাজব্যান্ড এর থেকে দিদি (ননদ) ৫ বছরের বড়। বিয়ে হয়েছে কাছাকাছি। আমাদের মধ্যে সম্পর্কটা কখনো "ননদ- ভাইয়ের বৌ" তৈরী হয়নি, দিদি বরাবর দিদিই ছিলো, আর হয়তো তাই থাকবে।
আমার ভূল গুলো যেমন দেখিয়ে দিয়ে আমায় শাসন করে তেমনি আমার ভালোলাগার জিনিস দিয়ে আহ্লাদ ও করে। আর যদি ভুলবোঝাবুঝির কথা বলেন তাহলে সেটা তো নিজের দিদির সাথেও হয় তাইনা?
আমার বিয়ের পর থেকে এমন অনেক বার হয়েছে যে কোনো ঘটনা ঘটেছে আমি নিজের দিদিকে বলতে পারিনি, অথচ ননদকে বলছি, আর দিদিও আমাকে বুঝেছে।মন খারাপ হলেও কিভাবে যেনো বুঝে যায়।
আমার হাজব্যান্ড এর সাথে কোনো কারনে আমার সমস্যা হলে আমি দিদিকে বলছি, দিদিও আমাকে বুঝিয়েছে আবার নিজের ভাইয়ের দোষ থাকলে তাকে বকাও দিয়েছে।
সত্যি বলতে আমিও ভাবিনি যে দিদির সাথে
সম্পর্কটা এমন হবে, আবার এটাও জানিনা যে আগামী দিনে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, তবে আমি চেষ্টা করবো যেনো আমার দিক থেকে কোনো ভূল না হয়। দাদাও (ননদের হাজব্যান্ড) ভীষণ ভালোবাসে আমাদের। আর বাচ্চা দুটোকে আমি ভীষণ ভালোবাসি, ওদের সাথে আমার বন্ডিং টাও খুব ভালো।
দিদিরা যেখানেই বেড়াতে যায় আমাকে সাথে নিয়ে যায়, সেটা শপিং মল হোক বা কোনো মন্দির বা কোনো পার্ক। মোটকথা ঘুরতে যাওয়ার কথা হলে তাদের পরিবারের ৪ জনের সাথে আমিও যাবো এটাই ফাইনাল। আর কোনো অনুষ্ঠানে আমারা এক জায়গায় হলে দারুণ মজা হয়।
আমার কথা শুনে হয়তো অনেকেই ভাববে এমনও হয় বুঝি, কিন্তু বিশ্বাস করুন হয়, শুধু নিজেকেও একটু মানিয়ে নিতে হয়, আর সম্পর্ক গুলোকে ভালোবাসতে হয়, ননদ মানেই খারাপ হবে এমন নয়, তবে পরিস্থিতি সবার ক্ষেত্রে আলাদা হয়, তাই নিজের মতো করেই সবটা মেনে নিয়ে চলার নামই যে জীবন তাইনা?
ভালো থাকবেন,শুভরাত্রি।
দাদা আর দিদির বিবাহবার্ষিকী -
কোনো এক লক্ষ্মী পুজোর দিনে আমি, দিদি, আর তুতুন( দিদির ছোটো ছেলে) -
দিদির জন্মদিন-