প্রিয়,
পাঠকগণ,
আশাকরি আপনারা সবাই ভালো আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো
পিকলুর জন্মদিনের কথা। আসলে ওর জন্মদিন আগেই চলে গেছে, ভেবেছিলাম জন্মদিন করবো না।তাই নিউ ইয়ারে ওকে গিফট দেওয়া হয়েছিল।
এরপর একদিন অন্য একটা pet এর জন্মদিনের ফোটো দেখে আমাদের মনটা খারাপ হলো, তাই আমি আর husband মিলে ঠিক করলাম আমাদের marriage anniversary দিনই পিকলুর জন্মদিন হবে। আমরা একসাথে দিনটা celebrate করবো।
অতএব, সেই মতো সবাইকে বলা হলো, ২৩শে জানুয়ারি আমাদের বাড়িতে আসার জন্য, আশেপাশের ছোট্ট বাচ্চা ছিলো তাদের কে বলা হলো কারণ তারাই তো পিকলুর বন্ধু, তাই বন্ধুর জন্মদিনে বন্ধুদেরকে তো ডাকতেই হবে তাইনা? আর তার সাথে আমার ননদের বলা হলো,আর আমার husband এর দুইজন বন্ধু ও ছিলো।
যেহেতু সেদিন আমার marriage anniversary ছিলো তাই প্রতিবারের মতো আমি সকালে উঠে কাজ সেরে স্নান করে আগে ঠাকুর পুজো দিয়ে নিয়েছিলাম। এরপর রান্নাবান্নার আয়োজন করেছি,সবাইকে রাতে খেতে বলা হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি রাতে সবার খাওয়ার জন্য রান্না করেছি, এবং প্রায় সন্ধ্যা ৬ নাগাদ আমার রান্না শেষ হয়েছিল।
এরপর ঘর সাজানোর পালা ছিলো, আমার husband মজা করবে কিন্তু কোনো কাজ ওকে দিয়ে হবে না। ও শুধু বাজার করে এনেছে তাও সাথে আমাকে যেতে হয়েছে ব্যস ওইটুকুই। অগত্যা আমি আর আমার ননদের বড় ছেলে মিলে সমস্ত বেলুন ফোলালাম,
বেলুন দিয়ে ঘর সাজালাম। সমস্ত কিছু রেডি করে আমি পিকলুকে একটু রেডি করালাম ভালো ফোটো তুলবো বলে, বিশ্বাস করুন এতো দুষ্টু ও যে কিছুক্ষণের মধ্যেই সব এলোমেলো করে দিলো। ওর পেছনে আর টাইম নষ্ট না করে আমি ও একটু রেডি হলাম।
এরপর সবাই আসলো একে একে, আমরাও আস্তে আস্তে সব গুছিয়ে নিয়ে মোটামুটি রাত ৯টা নাগাদ কেক কাটলাম,কেক দেখে পিকলর কি পাগলামি ও কখন খাবে, যদিও ওকে মিষ্টি দেওয়া একদম বারণ তবুও ওর birthday cake ওকে একটু না দিয়ে খেতে মন চাইলো না। তাই নিজে ওকে অল্প খাইয়ে দিলাম।
এরপর আমাদের কেক কাটা হলো, সবাইকে কেক দিয়ে রাতের খাবারের আয়োজন করলাম। আমাদের anniversary নিয়ে পরে একদিন লিখবো।
তবে পিকলুর জন্মদিন পালন করে ভীষণ আনন্দ হয়েছে,পিকলু নিজেও খুব মজা করেছে। তবে যখন বেলুন ফেটেছে ও খুব ভয় পেয়েছে।
এইভাবে কাটলো দিনটা, বাকি আমাদের কথা পরে নিশ্চয় শেয়ার করবো, আজ পিকলুর কিছু ফোটো শেয়ার করছি দেখে নিশ্চয় ভালো লাগবে আপনাদের।
ভালো থাকবেন,শুভরাত্রি।
Birthday boy তৈরী-
ঘর সাজানো হয়ে গেছে-
জন্মদিনের কেক-
আমাদের দুজনের মুখের থেকে কেক খেতে ব্যস্ত-
Husband এর বন্ধুদের সাথে পিকলু বাবু-
পিকলুর বন্ধুরা-